আই নিউজ ডেস্ক
গাইবান্ধা থেকে বাই সাইকেল চালিয়ে হজ্ব করতে যাচ্ছেন আইয়ুব আলী
গাইবান্ধা থেকে বাই সাইকেল চালিয়ে হজ্ব করতে যাচ্ছেন আইয়ুব আলী
সৌদি আরবের পবিত্র শহর মক্কায় প্রতিবছর হজ করতে লাখো মুসল্লি সমবেত হন। হজ কয়রা ইসলামে প্রত্যেক সামর্থবান মুমিনের জন্য ফরজ। কিন্তু, যাদের সামর্থ নেই তাঁরা অনেক সময় হজের বাসনা থাকলেও হজ করতে পারেন না। কেউ কেউ আবার মনের জেদ আর আল্লাহর প্রতি ভালোবাসার জোরে পৌঁছে যান মক্কায়। তেমনি গাইবান্ধা থেকে বাই সাইকেল চালিয়ে মক্কায় হজ্ব করতে যাচ্ছেন আইয়ুব আলী। বুধবার (১০ জানুয়ারি) রওনা দিয়েছেন ষাটোর্ধ্ব এই বৃদ্ধ।
আইয়ুব আলীর বাহন একটি সাধারণ বাই সাইকেল। পা দিয়ে এই সাইকেল চালিয়ে যাবেন কয়েকটি দেশের উপর দিয়ে। অনেকগুলো দিন পরে তিনি পৌছাবেন তাঁর গন্তব্য পবিত্র মক্কায়। বুধবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়া থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
গাইবান্ধা থেকে বাই সাইকেল চালিয়ে মক্কায় হজ্ব করতে যাচ্ছেন আইয়ুব আলী এ খবর ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে এলাকায় আলোচনার ঝড় ওঠে। দলেদলে মানুষ আসেন আইয়ুব আলীকে একবার দেখতে। বাই সাইকেল চালিয়ে সুদূর আরব দেশে যাওয়া সহজ কথা নয়। তাই, তাঁরা আইয়ুব আলীকে দেখতে আসছেন উৎসুক মন নিয়ে।
জানা গেছে, আইয়ুব আলী ফারাজিপাড়া গ্রামের মৃত কদের আকন্দের ছেলে। পরিবারে স্ত্রী ছাড়াও চার ছেলে ও এক মেয়ে রয়েছে তার। হজে যাওয়ার সময় এলাকাবাসী এবং পরিবারের সদস্যদের কাছে দোয়া চেয়েছেন।
আইয়ুব আলীর ছেলে আসাদুল গণমাধ্যমকে বলেন, বাবার হজ করার ইচ্ছে অনেক দিনের। গত ছয় মাস ধরে তিনি ঢাকা, ময়মনসিংহ ও রংপুর ঘুরে সাইকেলে হজে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।
তিনি বলেন, সব কাগজপত্র সংগ্রহের পরে বাড়িতে থাকা সাইকেল মেরামত করে বুধবার মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতক্ষণে হিলি পোর্ট দিয়ে ভারতে পৌঁছানোর কথা। ভারত সীমান্ত হয়ে পাকিস্তান, আফগানিস্তান পৌঁছবেন। এরপর ইরান হয়ে মক্কায় পৌঁছবেন।
আসাদুল বলেন, এতে সময় লাগবে প্রায় ছয় মাস। প্রতিদিন অন্তত ৭০-৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে। পথে রাত হলে নিকটবর্তী মসজিদে রাত্রিযাপন করবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
স্থানীয় ইউপি সদস্য মমেদুল ইসলাম বলেন, তাঁর (আইয়ুব আলী) এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মক্কায় পৌঁছাতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাদের সবার দোয়া তার সঙ্গে আছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024