ইমরান আল মামুন
এক নজরে গোপালগঞ্জ জেলার ইতিহাস
দেশের অন্যতম একটি জেলা হচ্ছে গোপালগঞ্জ। আজকের এই প্রতিবেদনে এক নজরে গোপালগঞ্জ জেলা এবং গোপালগঞ্জের দর্শনীয় স্থান, ব্যক্তিবর্গের তালিকা সহ যাবতীয় সকল তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে।
ঢাকা থেকে প্রায় ১২৭ কিলোমিটার দূরে এই জেলাটি প্রাকৃতিক সৌন্দর্য যেমন ঘেরা ঠিক তেমনভাবে আধুনিক প্রযুক্তি দিয়ে উন্নত এটি। এখানে রয়েছে বিখ্যাত সকল ব্যক্তিবর্গের দেশের উন্নয়ন কাজে ভূমিকা পালন করেছে এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে গোপালগঞ্জ জেলা সহ। আসেন আমরা এই জেলা সম্পর্কে সকল তথ্যগুলো জেনে নেই। আমাদের আজকের এই প্রতিবেদন গোপালগঞ্জ বাসীদের জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবে সমগ্র বাংলাদেশের অন্যান্য জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে জানতে পারবেন এ জেলার জনসংখ্যা এবং আয়তন সহ বেশ গুরুত্বপূর্ণ তথ্যগুলো। যা প্রতি বছর বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তাহলে এখন আমরা আলোচনার মূল প্রসঙ্গে চলে যাই সরাসরি।
এক নজরে গোপালগঞ্জ জেলার ইতিহাস
এই জেলাটি ৫০ থেকে ৬০ বছরের মধ্যে তৈরি হয়নি তৈরি হয়েছে এর বহু আগে থেকেই। ব্রিটিশ শাসনের সময় পূর্ববঙ্গের ফরিদপুর জেলার একটি অন্তর্ভুক্ত মহাকুমা ছিল এটি পরবর্তী সময়ে এটি জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। তবে এর পূর্বের নাম ছিল রাজগঞ্জ। নামকরণের ক্ষেত্রে ধারণা করা হয় জমিদার রানী রাসমনি র একটি অঞ্চল ছিল একটি। মূলত তিনি একজন জেলের কন্যা ছিলেন এবং একসময় তিনি ইংরেজদের প্রাণ রক্ষা করেন। আর এ ঘটনা ঘটে তৎকালীন সিপাহী বিদ্রোহের সময়। তাকে পুরস্কার স্বরূপ হাকিমপুরের অঞ্চলের দায়িত্ব দেন। এরপর রানী রাসমনির নাতি হয় তার নাম রাখা হয় গোপাল। তার নাম অনুসারেই পরবর্তী সময়ে নামকরণ করা হয় গোপালগঞ্জ।
গোপালগঞ্জ জেলার জনসংখ্যা, আয়তন এবং অবস্থান
গোপালগঞ্জ জেলার ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ১১ লক্ষ ৭২ হাজার ৪১৫ জন। মোট আয়তন হচ্ছে ১৪৬৮.৭৮ বর্গ কিলোমিটার। আর জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ৮০০ / বর্গ কিলোমিটার। ঢাকা থেকে মাত্র ১২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে মধুমতি নদীর তীরে অবস্থান করছে এই জেলাটি। উত্তর দিকে রয়েছে ফরিদপুর, দক্ষিনে অবস্থান করছে পিরোজপুর জেলা, পূর্বে মাদারীপুর জেলা এবং পশ্চিম দিকে রয়েছে নড়াইল জেলার কিছু অংশ। তবে পূর্ব দিকে বরিশালের কিছু অংশ রয়েছে এর সীমান্ত জুড়ে।
প্রশাসনিক অঞ্চল সমূহ
যদি আপনি এক নজরে গোপালগঞ্জ জেলা সম্পর্কে জানতে চান তাহলে এর প্রশাসনিক অঞ্চল সম্পর্কেও জানতে হবে। এই সকল অঞ্চল দ্বারা পরিচালনা করা হয় পুরো গোপালগঞ্জ জেলাকে। যার মাধ্যমে জনগণরা সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারে। এখানে রয়েছে ৬৮ টি ইউনিয়ন, চারটি পৌরসভা এবং পাঁচটি উপজেলা। আমরা এই উপজেলার নাম সম্পর্কে এখন আমরা জানবো নিচে থেকে।
- টুঙ্গিপাড়া
- গোপালগঞ্জ সদর
- কোটালীপাড়া
- কাশিয়ানী উপজেলা
- মুকসুদপুর উপজেলা
গোপালগঞ্জের সেরা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
গোপালগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান যা এ জেলার বিভিন্ন অংশ জলের মতো ছড়িয়ে ছিটা রয়েছে। আর এই কারণে শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে এই জেলাটি। আসুন দেখে নেই এ অঞ্চলের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে যেখানে প্রত্যেক বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে পড়াশোনা করার জন্য আসেন শিক্ষার্থীরা।
উচ্চ বিদ্যালয়
- উলপুর পি.সি. উচ্চ বিদ্যালয়। উলপুর গোপালগঞ্জ সদর।
- স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ
- বীণাপাণি সরকারি বালিকা বিদ্যালয়, গোপালগঞ্জ
- সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়, তিলছাড়া, কাশিয়ানী।
- সুলতানশাহী কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুলতানশাহী, গোপালগঞ্জ
- এস.এম.মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সদর
- যুগশিখা স্কুল
- নিজড়া সপ্তপল্লি বি, কে, উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ
- ফুকরা মদন মোহন একাডেমি(ফুকরা এম. এম. একাডেমি), কাশিয়ানী, গোপালগঞ্জ
- মাঝিগাতী উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ
- কাশিয়ানী জি সি উচ্চবিদ্যালয়, কাশিয়ানী
- বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়, বাথানডাঙ্গা, কাশিয়ানী
- ভাদুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ভাদুলিয়া, কাশিয়ানী
- মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, গোবিন্দপুর, মুকসুদপুর, গোপালগঞ্জ
- সাতপাড় দীননাথ গয়ালীচন্দ্র উচ্চ বিদ্যালয়,সাতপাড়, গোপালগঞ্জ।
- করপাড়া উচ্চ বিদ্যালয়, করপাড়া ,গোপালগঞ্জ সদর
- বোলতলী সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয়,গোপালগঞ্জ সদর
- ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, টুঙ্গিপাড়া
- শেখ ফজলুল হক মণি স্মৃতি উচ্চ বিদ্যালয়,কংশুর-উলপুর,গোপালগঞ্জ সদর
- ডালনিয়া আই এ উচ্চ বিদ্যালয়,গোপালগঞ্জ সদর
মাদ্রাসা
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া
- পাইককান্দি পঞ্চপল্লী মাদরাসা, গোপালগঞ্জ সদর
- বনগ্রাম পশ্চিম পাড়া শামছিয়া কওমিয়া কবরস্থান মাদ্রাসা,করপাড়া ইউনিয়ন
- উলপুর কংশুর সামসুল উলুম জামিয়াতু সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানা, উলপুর গোপালগঞ্জ সদর
- পাইককান্দি পঞ্চপল্লী মাদরাসা, পাইককান্দি, গোপালগঞ্জ সদর
- আল জামিয়াতুল ইসলামিয়া সুলতানশাহী ঘোড়াদাইড় সুলতানুল উলুম মাদরাসা
- কোর্ট মসজিদ মাদরাসা, গোপালগঞ্জ সদর
- গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা গোয়ালগ্রাম, কাশিয়ানী
- ভেন্নাবাড়ী মাদরাসা, বোড়াশি, গোপালগঞ্জ সদর
- বনগ্রাম পূর্বপাড়া সুলতানিয়া মাদ্রাসা,গোপালগঞ্জ সদর
- আড়ুয়া কংশুর ফোরকানিয়া মাদ্রাসা,গোপালগঞ্জ সদর
- বলাকইড় উত্তরপাড়া মাদ্রাসা,বলাকইড়,গোপালগঞ্জ সদর
টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান
- গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, গোপালগঞ্জ
- গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, ইসলামপাড়া গোপালগঞ্জ সদর
- হরিদাসপুর পলিটেকনিক ইন্সিটিটিউট,গোপালগঞ্জ সদর
- টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জ
- পিটিআই, ঘোনাপাড়া, গোপালগঞ্জ
- বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউশন, গিমাডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
- টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন, ঘোনাপাড়া, গোপালগঞ্জ
বিশ্ববিদ্যালয়
- হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ
- সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
- সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টুঙ্গিপাড়া
- সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
- শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ
- মুকসুদপুর সরকারি কলেজ, মুকসুদপুর
- এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ, কাশিয়ানী
- এম এইচ খান ডিগ্রী কলেজ। উলপুর,গোপালগঞ্জ সদর
- সরকারি নজরুল কলেজ, সাতপাড়, গোপালগঞ্জ
- রাজপাট কলেজ, রাজপাট, কাশিয়ানী
- জয়নগর ইয়ার আলী খান ডিগ্রী কলেজ জয়নগর, কাশিয়ানী
- রাতইল আইডিয়াল কলেজ, রাতইল, কাশিয়ানী
- উজানী বি.কে.বি. ইউনিয়ন মহাবিদ্যালয়, মুকসুদপুর
- শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, গোপালগঞ্জ
- বড়ফা এ.জি.এম স্কুল এন্ড কলেজ
- সরকারি এস.কে. কলেজ, রামদিয়া ।
- ড.ইমদাদুল হক মেমোরিয়াল কলেজ, টুঙ্গিপাড়া
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
- শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ
- গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, গোপালগঞ্জ
- কৃষ্ণপুর কলেজ,কৃষ্ণপুর,সাহাপুর,গোপালগঞ্জ সদর
গোপালগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ
এই জেলাটিতে এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে যেখানে প্রত্যেক বছর অনেক সংখ্যক পর্যটক বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসেন। মজার ব্যাপার হচ্ছে এর এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে বিদেশ থেকে অনেক মানুষ ঘুরতে আসেন। আসুন আমরা এই পর্যটক অঞ্চলগুলো সম্পর্কে জানি গোপালগঞ্জের।
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স,
- হরিনাহাটি জমিদার বাড়ি,
- শ্রীধাম ওড়াকান্দি,
- জগদান্দ মহাশয়ের তীর্থভূমি,
- ননীক্ষীরে নবরত্ন মঠ,
- ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদারের পৈতৃক বাড়ী,
- দিঘলীয়া দক্ষিণা কালী বাড়ি,
- বহুতলী মসজিদ (১৫৫৩ সালে প্রতিষ্ঠিত),
- সেন্ট মথুরানাথের সমাধি,
- উজানীর জমিদার বাড়ি,
- ধর্মরায়ের বাড়ি,
- দীঘলিয়া দক্ষিণা কালীবাড়ি,
- মধুমতি নদী,
- বিলরুট ক্যানেল,
- বাটিকামারী জমিদার বাড়ি
- শেখ রাসেল শিশুপার্ক, টুুুঙ্গিপাড়া
- শেখ কামাল স্টেডিয়াম, গোপালগঞ্জ
- হিরন্যকান্দী আমগাছ,
- আড়পাড়া মুন্সীবাড়ি,
- শুকদেবের আশ্রম,
- খানার পাড় দীঘি,
- উলপুর জমিদার বাড়ি,
- এস.এম.মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
- হেমায়েত বাহিনী জাদুঘর(কোটালিপাড়া)
- ৭১-এর বধ্যভূমি স্মৃতিসৌধ (স্মৃতিস্তম্ভ),
- রাজা সমাচার দেব, ধর্মাদিত্য ও গোপচন্দ্রের আমলের তাম্রলিপি,
- সত্য ধর্মের প্রবর্তক দীননাথ সেনের সমাধিসৌধ (জলিরপাড়, মুকসুদপুর)।
- পাগল সেবাশ্রম, কদমবাড়ি।
- গওহরডাঙ্গা মাদরাসা( টুঙ্গিপাড়া)
- বাঘিয়ার বিল(টুঙ্গিপাড়া)।
- হোগলাডাঙ্গা বড় মসজিদ।
- ছোট বনগ্রাম জমিদার বাড়ি,
- ভেন্নাবাড়ী মাদরাসা, গোপালগঞ্জ সদর।
- সুকতাইল মঠবাড়ি
- লেকপাড়, গোপালগঞ্জ শহর
- ব্যাসপুর বাগের জামে মসজিদ।
- ফেলারাম পাগলের সেবাশ্রম-পাগলের ভিটে ,কাটরবাড়ি, গোপালগঞ্জ
- বলাকইড় পদ্মবিল,করপাড়া,গোপালগঞ্জ সদর
- চন্দ্রা বর্মা ফোর্ট (কোটাল দুর্গ),
- কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিকবাড়ী,
- কবি কৃষ্ণনাথ সর্বভৌম (ললিত লবঙ্গলতা কাব্যগন্থের প্রণেতা)-র বাড়ী,
- শ্রী শ্রী ফেলারাম পাগল সেবাশ্রম,কাটর বাড়ি,গোপালগঞ্জ সদর
- শাবানা পার্ক,গোপালগঞ্জ সদর
গোপালগঞ্জের বিখ্যাত ব্যক্তিবর্গেরা
এক নজরে গোপালগঞ্জ জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই এখানকার বিখ্যাত ব্যক্তিবর্গের মানুষদের সম্পর্কে জানতে হবে। জন্মগ্রহণ করেছে দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নমূলক কর্মকান্ড থেকে শুরু করে সকল কিছুতেই অবদান রেখেছেন। এখন আমরা তাদের তালিকা দেখে নেই এখন।
- শেখ মুজিবুর রহমান - বাংলাদেশের স্থপতি ও জাতির জনক
- শেখ হাসিনা - (বর্তমান প্রধানমন্ত্রী )
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব
- শেখ আবু নাসের - বঙ্গবন্ধুর ভাই
- মুজিবুর রহমান হাওলাদার
- শেখ কামাল - বঙ্গবন্ধুর প্রথম ছেলে
- শেখ জামাল - বঙ্গবন্ধুর দ্বিতীয় ছেলে।
- শামসুল হক ফরিদপুরী - লেখক, ইসলামী চিন্তাবিদ।
- মোল্লা জালাল উদ্দীন আহমেদ
- সায়েরা খাতুন - বঙ্গবন্ধুর জননী।
- জামিল উদ্দিন আহমেদ - বীর উত্তম।
- শেখ রাসেল - বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান।
- এম এ সাঈদ - সাবেক প্রধান নির্বাচন কমিশনার।
- ফিরোজা বেগম - সংগীত শিল্পী।
- শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর - কলিযুগের অবতার,মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা।
- মারজুক রাসেল - গীতিকার।
- নরেন বিশ্বাস - লেখক, গবেষক, আবৃত্তি শিল্পী এবং মুক্তিযোদ্ধা।
- হাবিবুর রহমান - ডিআইজি,ঢাকা রেঞ্জ
- শ্রী গুরুচাঁদ ঠাকুর- সমাজ সংস্কারক এবং মতুয়া ধর্মের প্রচারক।
- রমেশচন্দ্র মজুমদার - বাঙালি ইতিহাসবিদ।
- সুধীরলাল চক্রবর্তী - সুরকার।
- নির্মল সেন - সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা ও মুক্তিযোদ্ধা।
- শেখ রেহানা - বঙ্গবন্ধুর দ্বিতীয় মেয়ে।
- সুকান্ত ভট্টাচার্য - কবি।
- শহীদ উল্লা খন্দকার - সরকারি কর্মকর্তা।
- কাজী আব্দুর রশীদ - রাজনিতিবিদ।
- রকিবুল হাসান - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
- শেখ ফজলুল হক মনি - যুবলীগের প্রতিষ্টাতা চেয়ারম্যান।
- শেখ ফজলুল করিম সেলিম - সাবেক স্বাস্থ্য মন্ত্রী
- মথুরানাথ বসু - বিশিষ্ট খ্রিষ্টান ধর্ম প্রচারক।
- শাকিব খান - অভিনেতা, প্রযোজক, চলচ্চিত্রকার।
- কাজী মারুফ - অভিনেতা, প্রযোজক।
- শেখ ফজলে নূর তাপস - সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণের মেয়র।
- ফারুক খান - সাবেক বাণিজ্য মন্ত্রী ও এম.পি।
- মোহাম্মদ মাহবুবুর রহমান (চিকিৎসক)
- জয়া আহসান - অভিনেত্রী।
- শারফুদ্দিন আহমেদ - প্রখ্যাত চিকিৎসক।
- এস এম ইমদাদুল হক - বীর উত্তম।
- মোক্তার আলী - বীর প্রতীক।
- বেনজির আহমেদ - মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ।
- চৌধুরী জাফরউল্লাহ শারাফাত - ধারাভাষ্যকার।
- কাজী ফিরোজ রশীদ - সাবেক মন্ত্রী।
- এম ফিরোজ আহমেদ - শিক্ষাবিদ।
- স্যামসন এইচ চৌধুরী - স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান
- মনিরুল ইসলাম - ডিআইজি, গোয়েন্দা পুলিশ।
আজকের এই প্রতিবেদনে এক নজরে গোপালপুর জেলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন বলে আশা করা যাচ্ছে। এরকম আরো অন্যান্য জেলার সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকা নিয়মিত করবেন। আমরা সকল জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ এবং দর্শনীয় স্থান সম্পর্কে তুলে ধরে থাকি যেখানে পর্যটকরা নিয়মিত যাতায়াত করে থাকেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024