অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর)
ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রোববার (২৮ জানুয়ারি) গ্রেপ্তার হওয়া দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি- আই নিউজ
দিনাজপুরের ফুলবাড়ীতে র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিল জব্দসহ রুহুল আমিন সরকার ও মঞ্জুরুল সরকার নামের দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারিবারি রুহুল আমিন সরকার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়ার উত্তর জোয়ার এলাকার তহিদুল সরকারের ছেলে এবং মঞ্জুরুল সরকার একই এলাকার ইসমাইল সরকারের ছেলে।
জানা যায়, র্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী দিনাজপুর-১ এর সদসরা গত শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক অভিযান চালিয়ে ফুলবাড়ী উপজেলার এলুযারি ইউনিয়নের বেজাই বাজার যাওয়ার পথে রাস্তার মধ্যে বাইসাইকেলে যাওয়ার পথে ওই দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় বাইসাইকেলে বহনকৃত ব্যাগের ভেতর থেকে ৯১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি দুইজনকে থানায় সোপর্দসহ মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেন্সিডিল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী দিনাজপুর-১ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, জব্দকৃত
ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে ফুলবাড়ী থানায় সোপর্দসহ এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024