মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)
নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি: প্রধান শিক্ষককে শোকজ
দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয়।
দুপুর ১২টা ১৫ মিনিটে স্কুলের প্রধান ফটকে ঝুলছে তালা। শিক্ষকদের রুমেও তালা, উপস্থিত নেই কেউ। অথচ তখনো স্কুলের কর্মদিবস চলছে। এমন দৃশ্য দেখা গেছে দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে।প্রতিষ্ঠানটির পাঠ দানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিন ধরে রয়েছে অনেক অভিযোগ।
বিদ্যালয় ঘুরে দেখা যায়, বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে স্কুলের প্রধান ফটকে ঝুলছে তালা। শিক্ষকের কক্ষ, ছাত্র-ছাত্রীদের কক্ষেও তালা ঝুলানো। প্রতিষ্ঠানটির পাঠ দানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিন ধরেই রয়েছে অনেক অভিযোগ। এতে অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তীব্র শীতে কয়েকদিন ধরে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক লেখাপড়া ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন অনেক।
বিদ্যালয় সম্মুখে রাস্তায় দাড়িয়ে থাকা মহিন্দ্রর সাথে কথা হলে তিনি নবচেতনাকে জানান, 'আমি জানতাম ঠান্ডার কারণে আজকে স্কুল বন্ধ। কিন্তু পরে শুনি স্কুল খোলা। এখন দেখি স্কুলে কেউ নেই।'
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঠোফোনে মতিন্দ্রনাথ রায় কালবেলাকে বলেন,'শীতের কারণে কোনো শিক্ষার্থী আসে নাই। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা অফিস গিয়েছিলাম। হয়তো বাকি শিক্ষকরা চা খেতে গেছেন।'
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক বলেন, 'বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধ দেওয়া এটা অনিয়ম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।' পরে প্রতিষ্ঠানটি প্রধান শিক্ষককে ৩ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024