ইমরান আল মামুন
এক নজরে ঠাকুরগাঁও জেলা
বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে ঠাকুরগাঁও। আলোচনার মূল প্রসঙ্গে আজকে রয়েছে ঠাকুরগাঁও জেলার দর্শনীয় স্থান, ব্যক্তিবর্গের তালিকা, প্রশাসনিক এলাকা সমূহ সহ যাবতীয় সকল খুঁটিনাটি বিষয়গুলো।
ঠাকুরগাঁও জেলার ভৌগোলিক অবস্থান
এটি হচ্ছে রংপুর বিভাগের অধীনস্থ একটি প্রশাসনিক অঞ্চল যার নাম দেওয়া হয়েছে ঠাকুরগাঁও। এই ছেলেটির উত্তর দিকে রয়েছে পঞ্চগড়, পূর্বে দেখে রয়েছে পঞ্চগড় এবং দিনাজপুর, পশ্চিমে ও ফেলে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। থাক ঠাকুরগাঁও জেলা হচ্ছে ভারতের নিকটবর্তী জেলা যার দুই দিকেই ভারত অবস্থিত।
পঞ্চগড় জেলার আয়তন এবং জনসংখ্যা
অন্যান্য জেলার মতো পঞ্চগড় জেলার আয়তন রয়েছে বেশ বড়। এই জেলাটির মোট আয়তন হচ্ছে ১৮০৯.৫২ বর্গ কিলোমিটার। আর মোট জনসংখ্যা হচ্ছে ১৩ লক্ষ ৮০ হাজার জন। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ৭৬০ জন। অর্থাৎ এই অঞ্চলে জনসংখ্যার ঘনবসতি খুব কম।
ঠাকুরগাঁও জেলার অর্থনীতি ফসল
প্রাকৃতিক ফসল উৎপাদনে এগিয়ে রয়েছে ঠাকুরগাঁও জেলার কৃষকরা। অঞ্চলের প্রধান শস্য হচ্ছে আলু, ভুট্টা, গম, ধান, পাট এবং আখ। ছাড়াও তারা রপ্তানিতে এগিয়ে রয়েছে বিশেষ করে আম, আলু, চাল। এক বছর গম উৎপাদনের শীর্ষ স্থানীয় জেলা হিসেবে জায়গা দখল করে রেখেছিল ঠাকুরগাঁও জেলা। খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের মোট উৎপাদিত ও গফের তুলনা দিক থেকে রয়েছে এগিয়ে এই জেলার কৃষকরা।
ঠাকুরগাঁও জেলার শিক্ষা প্রতিষ্ঠান
এখন আমরা জানবো এক নজরে ঠাকুরগাঁও জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। এ জেলাটিতে রয়েছে ছোট-বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে। আসুন এখন আমরা নিচে থেকে এই তালিকাটি দেখে নেই।
- ১টি বিশ্ববিদ্যালয়
- ১টি ইঞ্জিনিয়ারিং কলেজ,
- ডিগ্রী কলেজ ১৮টি,
- পলিটেকনিক ইন্সটিটিউট- ১টি,
- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র- ০১টি,
- ইন্টারমেডিয়েট কলেজ ২৭টি,
- মহাবিদ্যালয় ৪৬টি,
- মাধ্যমিক বিদ্যালয়- ২৭৯টি,
- রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়- ৪৪৬টি,
- কমিউনিটি- ৪১
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ১৩৯টি,
- মাদ্রাসা- ১৬৯টি,
- সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৪১৯টি,
সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও জেলার
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়
- ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউট
- ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট
- ঠাকুরগাঁও সরকারি কলেজ
- ড. এম এ ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ
- ঠাকুরগাঁও মেডিকেল কলেজ
- ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ
- পীরগঞ্জ সরকারি কলেজ
- ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
- ভেলাজান উচ্চ বিদ্যালয়
- আবুল হোসেন সরকার ডিগ্ৰী কলেজ
- রিভারভিউ উচ্চ বিদ্যালয়
- ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- সি এম আয়ূব বালিকা উচ্চবিদ্যালয়
- ইকো পাঠশালা ও কলেজ
- মাদার তেরেজা মিসোনারিজ স্কুল অ্যান্ড কলেজ
- পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়
- ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসা
- খোশবাজার ছালেহীয়া দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা[
- কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও
- টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- কারিগরি প্রশিক্ষন ইন্সটিটিউট ঠাকুরগাঁও
- টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট
- পুরাতন ঠাকুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মথুরাপুর পাবলিক উচ্চ বিদ্যালয়
- ঢোলার হাট এস সি উচ্চ বিদ্যালয়
- ঠাকুরগাঁও সুগার মিলস হাই স্কুল
- ভাউলারহাট উচ্চ বিদ্যালয়
- মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়
- মুন্সীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়
- দেহন উচ্চ বিদ্যালয়
ঠাকুরগাঁও জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
এই জেলাটিতে রয়েছে মোট পাঁচটি উপজেলা এবং প্রত্যেকটি উপজেলাটিতে রয়েছে বেশ কয়েকটি করে মোট ৫৪ টি ইউনিয়ন। ঠাকুরগাঁও জেলার উপজেলা এবং তাদের অধীনস্থ ইউনিয়ন সমূহ এর তালিকা নিচে দেওয়া হল।
ঠাকুরগাঁও সদর উপজেলা
- বড়গাঁও,
- বালিয়া,
- আউলিয়াপুর
- চিলারং,
- রুহিয়া,
- আখানগর,
- আকচা,
- রাজাগাঁও,
- দেবীপুর,
- নারগুন,
- রহিমানপুর,
- রায়পুর,
- জামালপুর
- মোহম্মাদপুর,
- সালন্দর,
- গড়েয়া,
- জগন্নাথপুর,
- শুখানপুকুরী,
- ঢোলার হাট
- সেনুয়া
- বেগুনবাড়ী ,
- রুহিয়া পশ্চিম,
বালিয়াডাঙ্গী উপজেলা
- ধনতলা,
- বড়পলাশ বাড়ী,
- পাড়িয়া,
- চাড়োল,
- আমজানখোর
- বড়বাড়ি
- দুওসুও,
- ভানোর,
পীরগঞ্জ উপজেলা
- ভোমরাদহ,
- সেনগাঁও,
- কোষারাণীগঞ্জ ,
- খনগাঁও,
- জাবর হাট,
- বৈরচুনা
- পীরগঞ্জ,
- সৈয়দপুর,
- হাজীপুর,
- দৌলতপুর,
রাণীশংকৈল উপজেলা
- নেকমরদ ইউনিয়ন
- ধর্মগড় ইউনিয়ন
- হোসেনগাঁও ইউনিয়ন
- লেহেম্বা ইউনিয়ন
- রাতোর ইউনিয়ন
- নন্দুয়ার ইউনিয়ন
- বাচোর ইউনিয়ন
- কাশিপুর ইউনিয়ন
পীরগঞ্জ উপজেলা
- ভোমরাদহ,
- খনগাঁও,
- পীরগঞ্জ,
- কোষারাণীগঞ্জ ,
- সৈয়দপুর,
- হাজীপুর,
- জাবর হাট,
- বৈরচুনা
- দৌলতপুর,
- সেনগাঁও,
এক নজরে ঠাকুরগাঁও জেলার দর্শনীয় স্থান
ঠাকুরগাঁও জেলাতে এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে যেখানে প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা সফরে আসেন। তাই নয় বিদেশে পর্যটকরাও এখানে ঘুরতে আসেন প্রত্যেক বছর। চলুন এখন আমরা নিচে থেকে তাদের তালিকা দেখে নেই।
- নাগর নদীর পাড়,হরিপুর উপজেলা
- হরিপুর উপজেলা প্রসাশন শিশু পার্ক
- হরিপুর জমিদারবাড়ি, হরিপুর উপজেলা
- চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিপুর উপজেলা পরিষদের সবুজে ঘেরা পরিবেশ
- ঠাকুরগাঁও বিমানবন্দর
- ২০০ বছরের পুরোন এশিয়ার বৃহত্তম আম গাছ
- নারগুন খেজুর বাগান
- ইয়াকুবপুর টেরাকোটার মন্দির
- আমাই-দিঘি, হরিপুর উপজেলা পরিষদের চত্বর
- বাংলাদেশ-ভারত বর্ডার, হরিপুর উপজেলা
- রামরাই দিঘি
- ভুল্লির বাঁধ
- থুমনিয়া শালবন
- রণবাগ চা বাগান হরিণমারি বালিয়াডাংগি
- সাগুনি শালবন ও রাবারড্যাম
- রহিমানপুর শিবমন্দির
- টাংগন ব্যারেজ
- বুড়ির বাঁধ
- বাসিয়াদেবির বাঁধ
- ইসলাম টি স্ট্যাট হরিণমারি বালিয়াডাংগি
- রামদাড়া খাল
- ছোট বালিয়া মসজিদ
- বলাকা উদ্দ্যান
- লোকায়ন জীববৈচিত্র জাদুঘর
- প্রেম বাগান ঠাকুরগাঁও শহর
- শিবশক্তি যোগপিঠ শিব মন্দির লক্ষীরহাট বড়গাঁ ইউনিয়ন
- ডিসি পার্ক ঠাকুরগাঁও শহর
- জেলা পরিষদ শিশু পার্ক ঠাকুরগাঁও শহর
- ফান সিটি অ্যামিউজমেন্ট পার্ক - পীরগঞ্জ;
- খুনিয়া দিঘি বধ্যভূমি রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামে;
- জাটিভাঙ্গা বধ্যভূমি
- রাজভিটা - হাটপাড়া, জাবরহাট ইউনিয়ন
- প্রাচীন রাজধানীর চিহ্ন - নেকমরদ
- নেকমরদ মাজার - রানীশংকৈল উপজেলা;
- মহেশপুর মহালবাড়ি ও বিশবাঁশ মাজার ও মসজিদস্থল
- মেদিনী সাগর মসজিদ - হরিপুর উপজেলা;
- গেদুড়া মসজিদ - হরিপুর উপজেলা;
- শালবাড়ি ইমামবাড়া -
- সনগাঁ মসজিদ - বালিয়াডাঙ্গী উপজেলা;
- ফতেহপুর মসজিদ - বালিয়াডাঙ্গী উপজেলা;
- গোরক্ষনাথ মন্দির এবং কূপ - রানীশংকৈল উপজেলা;
- হরিণমারী শিব মন্দির - বালিয়াডাঙ্গী উপজেলা;
- গোবিন্দনগর মন্দির - ঠাকুরগাঁও শহর;
- ভেমটিয়া শিবমন্দির - পীরগঞ্জ পৌরসভা;
- সপ্ন-জগৎ, দুরামারি ও রুহিয়া হাইওয়ে রোড সংলগ্ন
- সাপটি বুরুজ
- মালদুয়ার দুর্গ - রানীশংকৈল উপজেলা;
- গড় ভবানীপুর - হরিপুর উপজেলা;
- গড়খাঁড়ি - বালিয়াডাঙ্গী উপজেলা;
- কোরমখান গড় - ১৫নং দেবীপুর ইউনিয়ন;
ঠাকুরগাঁও জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এ জেলাতে জন্মগ্রহণ করেছে ছোট বড় অনেক ব্যক্তিবর্গেরা যারা ঠাকুরগাঁও জেলার উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন আমরা তাদের তালিকা দেখি ঠাকুরগাঁও জেলার।.
- রাজা গণেশ (শাসনকাল ১৪১৫) ছিলেন বাংলার একজন হিন্দু শাসক
- সুরবালা সেনগুপ্ত ; ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী নেত্রী।
- রাজা টংকনাথ চৌধুরী (আনু. ১৮৯০-১৯৪৮) মালদুয়ার পরগণার একজন জমিদার।
- নুরুল হক চৌধুরী (১৯০২-১৯৮৭) বাংলাদেশী আইনজীবী, রাজীতিবিদ,
- নরেন্দ্র চন্দ্র ঘোষ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।
- কম্পরাম সিং (১৮৮৭ - ২৪ এপ্রিল, ১৯৫০) একজন তেভাগা আন্দোলন, সাম্যবাদী কৃষক আন্দোলনের নেতা এবং একজন শহীদ বিপ্লবী।
- নারায়ণ গঙ্গোপাধ্যায় (৪ ফেব্রুয়ারি, ১৯১৮ - ৬ নভেম্বর, ১৯৭০); বিখ্যাত টেনিদা চরিত্রের স্রষ্টা ভারতীয় বাঙালি লেখক ।
- মির্জা রুহুল আমিন ; একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ক্রীড়ানুরাগী, প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য।
- স্বদেশরঞ্জন মুখোপাধ্যায় (জন্ম : ১৯২৪ - মৃত্যু ২০০৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
- তৃপ্তি মিত্র ); বাংলা ভাষার থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং শম্ভু মিত্রের স্ত্রী।
- গোলাম মোস্তফা,), শহিদ বুদ্ধিজীবী।
- হাফিজ উদ্দিন আহম্মেদ (জন্ম: ৩ ফেব্রুয়ারি ১৯৪৬) একজন বাংলাদেশি রাজনীতিবিদ
- সুলতানা রেজওয়ান চৌধুরী বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার একজন রাজনীতিবিদ ছিলেন
- রেজওয়ানুল হক ইদু চৌধুরী (১৯৩০ - ২৫ মে ১৯৯৪) বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রাজনীতিবিদ,
- মোখলেসুর রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ।
- জনাব মোঃ খাদেমুল ইসলাম (১ জানুয়ারি ১৯৩৮ - ১৭ ডিসেম্বর ১৯৯৭
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর (জন্মঃ ১ আগস্ট, ১৯৪৮); বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব
- লিটু আনাম (জন্ম ১৫ জুন ১৯৭০) বাংলাদেশের একজন জনপ্রিয় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।
- সেলিনা জাহান লিটা - হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ।
- দবিরুল ইসলাম (২৯ সেপ্টেম্বর, ১৯৪৮) ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য।
- শিশির ভট্টাচার্য্য ); চিত্রশিল্পী ও কার্টুনিস্ট।
- মো. ইয়াসিন আলী (জন্ম: ১ জুলাই, ১৯৬১) সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য।
- মুহঃ ইকরামুল হক - যিনি একজন রাজনীতিবিদ
প্রতিবেদনে এক নজরে ঠাকুরগাঁও জেলার সকল তথ্যগুলো জানতে পারলাম একজন পাঠক। এরকম বাংলাদেশের আরো ৬৪ টি জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আই নিউজের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024