ইমরান আল মামুন
এক নজরে যশোর জেলা
প্রতিদিনের মতো আমরা আজকে নিয়ে হাজির হয়েছে এক নজরে যশোর জেলা সম্পর্কে। এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে উক্ত জেলার খুঁটিনাটি সকল প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো। যারা যশোর সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য এ প্রতিবেদন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম একটি জেলা হচ্ছে যশোর। এটি একটি জেলা তবে এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিভাগীয় সকল বিষয়বস্তুগুলো। যশোর শিক্ষা বোর্ড এর জন্য বেশি বিখ্যাত। সকল কিছু বিবেচনা করে এই জেলাকে করা হয়েছে এ শ্রেণীভুক্ত। ভৈরব নদীর তীরে অবস্থিত এই জেলাকে বলা হয় ফুলের রাজধানী।
যশোর জেলার ভৌগোলিক অবস্থান এবং আয়তন
এই জেলাটির উত্তরে রয়েছে মাগুরা জেলা এবং ঝিনাইদহ জেলা, দক্ষিণের রয়েছে সাতক্ষীরা জেলা ও খুলনা জেলা, পূর্বে রয়েছে খুলনা এবং নড়াইলের কিছু অংশ আর পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। এই জেলার সর্বমোট আয়তন হচ্ছে ২৬০৬.৯৪ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ২৭ লক্ষ ৬৪ হাজার ৫৪৭ জন। আর প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাস করে ১১০০ জন মানুষ। ঘনবসতি অঞ্চলের মধ্যে একটি অন্যতম।
যশোর জেলার শিক্ষা ব্যবস্থাপনা
এ জেলায় রয়েছে ছোট বড় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন। আসুন এখন আমরা জেনে নেই যশোর জেলার বিখ্যাত এবং সেরা কিছু শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে।
- রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাকশিয়া আইডিয়াল কলেজ
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- উপশহর ডিগ্রী কলেজ, যশোর
- এসএন গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শার্শা
- সোনানদীয়া গাতিপাড়া দাখিল মাদ্রাসা
- যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
- সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজ, শাড়াতলা
- সুবর্ণখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়,শার্শা]-
- উপশহর মহিলা ডিগ্রী কলেজ, যশোর
- গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়,শার্শা
- বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এফ,জে,ইউ,বি মাধ্যমিক বিদ্যালয় বেনেয়ালী, ঝিকরগাছা
- যশোর সরকারি মহিলা কলেজ
- জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম
- জামিয়া এজাজিয়া দারুল উলুম যশোর
- ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর
- যশোর মেডিকেল কলেজ
- সরকারী এম. এম. কলেজ-১৯৪১
- ২৯ নং উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়,
- যশোর ক্যান্টনমেন্ট কলেজ
- গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ
- বি এ এফ শাহীন কলেজ,
- নব-নগরী বালিকা বিদ্যালয়, উপশহর, যশোর
- উপশহর মহাবিদ্যালয়, যশোর
- বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট, উপশহর, যশোর
- বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট, ঈদগাহ, যশোর
- সরকারি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ কলেজ,শার্শা
- যশোর পলিটেকনিক ইন্সটিটিউট
- উপশহর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়,যশোর
- সরকারী শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, যশোর
- যশোর জিলা স্কুল-১৮৩৮ খ্রিষ্টাব্দে
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- সম্মিলনী ইনস্টিটিউশন যশোর-১৮৮৯ খ্রিষ্টাব্দে
- মুসলিম একাডেমি যশোর
- যশোর জামিয়া ইসলামিয়া
- দারুল আরকাম মাদ্রাসা যশোর
- মুনসেফপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় -১৯৭৩ খ্রিষ্টাব্দে
- গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়
- হামিদপুর আল-হেরা কলেজ,যশোর
- আমদাবাদ কলেজ
- দাউদ পাবলিক স্কুল
- যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ
- যশোর আমিনিয়া কামিল মাদরাসা
- যশোর সরকারি সিটি কলেজ
- কেশবপুর সরকারি কলেজ
- সাগরদাড়ী আবু সরাফ সাদেক সরকারি টেকনিক্যাল স্কুল
- মশিয়াহাটী ডিগ্রী কলেজ
- মশিয়াহাটী বহুমূখী উচ্চ বিদ্যালয়
- নেহালপুর স্কুল এন্ড কলেজ
- নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়
- কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ
- সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন
- নওয়াপাড়া শংকরপাশা মডেল মাধ্যমিক বিদ্যালয়
- নওয়াপাড়া ডিগ্রী কলেজ
- আকিজ কলেজিয়েট স্কুল
- মণিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়
- কুয়াদা উচ্চমাধ্যমিক বিদ্যালয়
- বরভাগ মাধ্যমিক বিদ্যালয়,বাঘারপাড়া
- মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়
- কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয়
- বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,বাঘারপাড়া
- চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়
- মনিরামপুর কারিগরি ভোকেশনাল ইন্সটিটিউ,
- রায়পুর স্কুল এন্ড কলেজ, বাঘারপাড়া
- কয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালপাড়া
- মনিরামপুর কলেজ,
- মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ,
- ঝিকরগাছা এম.এল মডেল মাধ্যমিক বিদ্যালয় ঝিকরগাছা
- চৌগাছা কামিল মাদ্রাসা
- বুরুজ বাগান এম এল হাই স্কুল,শার্শা
- চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
- ভবদহ মহাবিদ্যালয়
- পদ্মবিলা ফাযিল(ডিগ্ৰি)মাদরাসা
- চৌগাছা হাজী সরদার মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়,
- চৌগাছা সরকারী কলেজ,
- চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ,
- এবিসিডি কলেজ,
- এস এম হাবিব কলেজ,
- ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা
- বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়
এক নজরে যশোর জেলার প্রশাসনিক অঞ্চলসমূহ
এ জেলায় রয়েছে বেশ কয়েকটি উপজেলা এবং প্রত্যেক উপজেলা রয়েছে তাদের অধীনস্থ ইউনিয়নসমূহ। এখন আমরা নিজে থেকে এই সকল প্রশাসনিক অঞ্চল সম্পর্কে জানি।
যশোর সদর উপজেলা
- হৈবতপুর ইউনিয়ন
- আরবপুর ইউনিয়ন
- উপশহর ইউনিয়ন
- কচুয়া ইউনিয়ন
- বসুন্দিয়া ইউনিয়ন
- রামনগর ইউনিয়ন
- দেয়ারা ইউনিয়ন
- লেবুতলা ইউনিয়ন
- ইছালী ইউনিয়ন
- কাশিমপুর ইউনিয়ন
- চুড়ামনকাটি ইউনিয়ন
- চাঁচড়া ইউনিয়ন
- নরেন্দ্রপুর ইউনিয়ন
- নওয়াপাড়া ইউনিয়ন
- ফতেপুর ইউনিয়ন
অভয়নগর উপজেলা
- পায়রা ইউনিয়ন
- চলিশিয়া ইউনিয়ন
- সিদ্ধিপাশা ইউনিয়ন
- সুন্দলী ইউনিয়ন
- প্রেমবাগ ইউনিয়ন
- বাঘুটিয়া ইউনিয়ন
- শুভরাড়া ইউনিয়ন
- শ্রীধরপুর ইউনিয়ন
কেশবপুর উপজেলা
- ত্রিমোহিনী ইউনিয়ন
- বিদ্যানন্দকাটি ইউনিয়ন
- মঙ্গলকোট ইউনিয়ন
- সাগরদাঁড়ী ইউনিয়ন
- মজিদপুর ইউনিয়ন
- কেশবপুর ইউনিয়ন
- পাজিয়া ইউনিয়ন
- সাতবাড়িয়া ইউনিয়ন
- হাসানপুর ইউনিয়ন
- সুফলাকাটি ইউনিয়ন
- গৌরিঘোনা ইউনিয়ন
চৌগাছা উপজেলা
- ফুলসারা ইউনিয়ন
- ধুলিয়ানী ইউনিয়ন
- চৌগাছা ইউনিয়ন
- জগদিশপুর ইউনিয়ন
- নারায়ণপুর ইউনিয়ন
- পাশাপোল ইউনিয়ন
- সিংহঝুলী ইউনিয়ন
- সুখপুকুরিয়া ইউনিয়ন
- পাতিবিলা ইউনিয়ন
- হাকিমপুর ইউনিয়ন
- স্বরূপদাহ ইউনিয়ন
ঝিকরগাছা উপজেলা
- গঙ্গানন্দপুর ইউনিয়ন
- মাগুরা ইউনিয়ন
- হাজিরবাগ ইউনিয়ন
- শংকরপুর ইউনিয়ন
- বাঁকড়া ইউনিয়ন
- শিমুলিয়া ইউনিয়ন
- গদখালী ইউনিয়ন
- পানিসারা ইউনিয়ন
- ঝিকরগাছা ইউনিয়ন
- নাভারণ ইউনিয়ন
- নির্বাসখোলা ইউনিয়ন
বাঘারপাড়া উপজেলা
- জহুরপুর ইউনিয়ন
- রায়পুর ইউনিয়ন
- নারিকেলবাড়িয়া ইউনিয়ন
- বন্দবিলা ইউনিয়ন
- ধলগ্রাম ইউনিয়ন
- বাসুয়াড়ী ইউনিয়ন
- জামদিয়া ইউনিয়ন
- দোহাকুলা ইউনিয়ন
- দরাজহাট ইউনিয়ন
মণিরামপুর উপজেলা
- কাশিমনগর ইউনিয়ন
- খেদাপাড়া ইউনিয়ন
- চালুয়াহাটি ইউনিয়ন
- ঝাঁপা ইউনিয়ন
- ঢাকুরিয়া ইউনিয়ন
- দুর্বাডাঙ্গা ইউনিয়ন
- কুলটিয়া ইউনিয়ন
- খানপুর ইউনিয়ন
- নেহালপুর ইউনিয়ন
- ভোজগাতি ইউনিয়ন
- শ্যামকুড় ইউনিয়ন
- হরিদাসকাটি ইউনিয়ন
- হরিহরনগর ইউনিয়ন
- মণিরামপুর ইউনিয়ন
- মনোহরপুর ইউনিয়ন
- মশ্বিমনগর ইউনিয়ন
- রোহিতা ইউনিয়ন
শার্শা উপজেলা
- ডিহি ইউনিয়ন
- বেনাপোল ইউনিয়ন
- পুটখালী ইউনিয়ন
- গোগা ইউনিয়ন
- লক্ষণপুর ইউনিয়ন
- বাহাদুরপুর ইউনিয়ন
- কায়বা ইউনিয়ন
- শার্শা ইউনিয়ন
- নিজামপুর ইউনিয়ন
- বাগআঁচড়া ইউনিয়ন
- উলাশী ইউনিয়ন
যশোর জেলার দর্শনীয় স্থান
এ জেলায় রয়েছে ছোট-বড় অনেক দর্শনীয় স্থান যেখানে দেশ-বিদেশের বিভিন্ন পর্যটকরা ঘুরতে আসেন। শুধুমাত্র যশোর জেলাতেই প্রত্যেক বছর বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে আসেন প্রায় কয়েক লক্ষ মানুষ।
- চাঁচড়া জমিদার বাড়ি
- যশোর ইনস্টিটিউট
- বেনাপোল স্থল বন্দর
- যশোর বিমানবন্দর
- বাবা বৈদ্যনাথ ধাম মন্দির, খেদাপাড়া
- যশোর পৌর পার্ক
- সাগরদাড়ী, মাইকেল মধুসূদন দত্ত-এর বাড়ি
- তাপস কুটির
- যশোর সেনানিবাস
- যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী
- ফুলের হাট গদখালি
- শ্রীধরপুর জমিদার বাড়ি
- যশোর বোট ক্লাব
- ভরত রাজার দেউল (ভরত ভায়না)
- জেস গার্ডেন পার্ক
- এগারো শীব মন্দির
- আকিজ সিটি
- বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধি
- মনিহার সিনেমা হল
- কালেক্টরেট পার্ক
- লালদীঘির পাড়
- বিনোদিয়া পার্ক
- উপশহর পার্ক
- যশোর আইটি পার্ক
- বৈদ্যনথ তলা মন্দির, পাঁচবাড়িয়া
- জগদীশপুর তুলার ফার্ম
- মীর্জা নগর নবাব বাড়ি
- ঝাঁপা ভাসমান সেতু
- তালখড়ি জমিদার বাড়ি
- মাইকেল বংশভ্রাতৃদুহিতা মানকুমারী বসুর বাড়ি
- বিপ্লবী অরবিন্দ ও বারিণ ঘোষ সহোদারের মামা বাড়ি
- নির্বাক যুগের টালিগঞ্জ চলচিত্রকর ধীরাজ ভট্টাচার্য্যের বাড়ী
- চিত্র পরিচালক নওরেশ মিত্রের বাড়ি
- বাংলা উপন্যাসিক নিমায় ভট্টাচার্য্যের বাড়ি
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এই জেলায় জন্মগ্রহণ করেছে দেশের সকল গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ। আসুন এখন আমরা দেখে নেই এই জেলায় জন্মগ্রহণকারী সকল বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকাটি।
- আনোয়ারা সৈয়দ হক
- ফারজানা রিক্তা
- হামিদা রহমান
- হাজারীলাল তরফদার
- রশিদ আলী
- মোহাম্মদ মনিরুজ্জামান
- ফরিদা আক্তার ববিতা - অভিনেত্ৰী
- কেরামত মওলা
- শেখ আকিজ উদ্দীন
- মাইকেল মধুসূদন দত্ত
- শামসুদ্দিন টগর
- রাজা প্রতাপাদিত্য
- কোহিনূর আক্তার সুচন্দা - অভিনেত্ৰী
- রিয়াজ
- শাবনূর- অভিনেত্ৰী।
- শাহ মোহাম্মদ ফারুক:বৈজ্ঞানিক।
- এস এম আরিফ-উর-রহমান
- এএফএম মহিতুল ইসলাম
- ইকবাল কাদির - গ্রামীণফোনের প্রতিষ্ঠাতা
- রসিকলাল চক্রবর্তী - সাধক সঙ্গীতজ্ঞ
- গুলশান আরা চম্পা - অভিনেত্ৰী
- শফিকুর রহমান
- দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় - শিশুসাহিত্যিক ও সম্পাদক
- আব্দুল্লাহ আল মামুন
- অমিত কুমার নয়ন
- তরিকুল ইসলাম
- আকরাম আহমেদ
- আহমদ আলী এনায়েতপুরী
- অবনীভূষণ চট্টোপাধ্যায় - গণিতজ্ঞ ও লেখক
- হাসিবুর রেজা কল্লোল - চলচ্চিত্র পরিচালক
- অরুণ মিত্র
- শিশির কুমার ঘোষ
- সরলা বসু
- অরুণাচল বসু
- কাজী কামরুল হাসান
- রওশন আলী
- ইসমত আরা সাদেক
- আবু শারাফ হিজবুল কাদের সাদেক
- শেখ আফিল উদ্দিন
- শেখ আব্দুল ওহাব
- কাজী হাসান হাবিব
- খালেদুর রহমান টিটো
- আলী কদর
- আলী রেজা রাজু
- স্বপন ভট্টাচার্য্য
- পীযুষ কান্তি ভট্টাচার্য্য
আপনারা এই প্রতিবেদনে দেখলেন এক নজরে যশোর জেলা। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের আই নিউজের সঙ্গে থাকবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024