ইমরান আল মামুন
আপডেট: ২০:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
এক নজরে মেহেরপুর জেলা
আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এক নজরে মেহেরপুর জেলা সম্পর্কে। তুলে ধরা হবে উক্ত জেলার দর্শনীয় স্থান, দেখতে পারবে তালিকা প্রশাসনিক অঞ্চল সমূহ যাবতীয় সকল খুঁটিনাটি বিষয়গুলো। আমরা দেখে নেই মেহেরপুর জেলা সম্পর্কে যাবতীয় সকল বিষয়গুলো।
বৃহত্তর খুলনা বিভাগের অন্যতম একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে মেহেরপুর। সকল দিক বিবেচনা করে এই জেলাকে করা হয়েছে এ শ্রেণীভুক্ত। ১৯৮৪ সালে ২৬ ফেব্রুয়ারি এটি জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। একসময় মেহেরপুর জেলা বাংলাদেশের অস্থায়ী রাজধানী। এই জ্বালাতে মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিষয়গুলো জড়িত রয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য এবং ভৌগোলিক অবস্থান
মেহেরপুর জেলার সাথে জড়িত রয়েছে বহু আগেকার ইতিহাস এবং ঐতিহ্য। এর নামকরণে একটি ইতিহাস রয়েছে তবে সে বিষয় নিয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়া এখন পর্যন্ত আর সম্ভব হয়নি। উক্ত অঞ্চলে এ বিষয়টি সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে। এ অঞ্চলে মেহের আলী নামে একজন ইসলাম প্রচারক দরবেশ আসেন। নামের সাথে মিল রেখে ১৬০০ শতকে এ অচলের নাম করা হয় মেহেরপুর। এই প্রচলনটি সবচেয়ে বেশি রয়েছে এই অঞ্চলে।
এই জেলার উত্তর দিকে রয়েছে কুষ্টিয়া ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণা রয়েছে চুয়াডাঙ্গা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রয়েছে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ।
জনসংখ্যা এবং আয়তন
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে ৬ লক্ষ ৫৫ হাজার ৩৯২ জন। এই জেলার আয়তন হচ্ছে ৭১৬.০৮ বর্গ কিলোমিটার। বাংলাদেশের ছোট আয়তনের জেলার মধ্যে অন্যতম জেলা হচ্ছে এটি। প্রতি বর্গ কিলোমিটারে ৯২০ জন মানুষ বসবাস করে এখানে।
এক নজরে মেহেরপুর জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
এ জেলায় রয়েছে সর্বমোট তিনটি উপজেলা এবং রয়েছে তাদের অধীনস্থ ইউনিয়ন সমূহ। নিচে উপজেলা এবং ইউনিয়নসমূহের তালিকা দেওয়া হলো।
মেহেরপুর সদর উপজেলা
- কুতুবপুর ইউনিয়ন,
- পিরোজপুর ইউনিয়ন,
- বারাদি ইউনিয়ন
- বুড়িপোতা ইউনিয়ন,
- আমঝুপি ইউনিয়ন,
- শ্যামপুর ইউনিয়ন,
- আমদহ ইউনিয়ন,
মুজিবনগর উপজেলা
- দারিয়াপুর ইউনিয়ন
- মহাজনপুর ইউনিয়ন
- মোনখালী ইউনিয়ন
- বাগোয়ান ইউনিয়ন, মুজিবনগর
গাংনী উপজেলা
- তেতুঁলবাড়ীয়া ইউনিয়ন,
- কাজিপুর ইউনিয়ন,
- ধানখোলা ইউনিয়ন,
- রায়পুর ইউনিয়ন
- বামন্দি ইউনিয়ন,
- মটমূড়া ইউনিয়ন,
- ষোলটাকা ইউনিয়ন,
- সাহারবাটি ইউনিয়ন,
মেহেরপুর জেলার শিক্ষা ব্যবস্থাপনা
অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই জেলায়। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে। আমরা দেখব কোন বিদ্যালয়ের সংখ্যা কতটি সে বিষয়ে তালিকা।
- সরকারি কলেজ রয়েছে ৪টি,
- বেসরকারি কলেজ ১২টি,
- সরকারি উচ্চ বিদ্যালয় ৩টি,
- কারিগরি শিক্ষাকেন্দ্র ৬টি,
- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ১১৪টি,
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১১টি,
- সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৯৬টি,
- নন-রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৭টি
- মাদ্রাসার সংখ্যা ৬০টি
- কলেজিয়েট স্কুল ৫টি,
দর্শনীয় স্থান
কোন পাঠক এক নজরে মেহেরপুর জেলা সম্পর্কে জানতে চায়, তাহলে অবশ্যই তাকে এই অঞ্চলের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা নিচে থেকে দেখে নেই এক নজরে মেহেরপুর জেলার দর্শনীয় স্থান।
- করমদী গোসাঁইডুবি মসজিদ
- শিব মন্দির , বল্লভপুর.
- ভবানীপুর মন্দির
- মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী
- বরকত বিবির মাজার
- বাঘুয়াল পীরের দরগা
- বাংলাদেশের মানচিত্র
- মুজিবনগর স্মৃতিসৌধ
- পৌর ঈদগাহ
- মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
- মুজিবনগর স্মৃতিসৌধ
- আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন
- আমঝুপি নীলকুঠি
- ভাটপাড়া নীলকুঠি
- সিদ্ধেশ্বরী কালী মন্দির
- আমঝুপি নীলকুঠি
- ভাটপাড়া নীলকুঠি
- ভবানন্দপুর মন্দির
- নায়েব বাড়ি মন্দির
- স্বামী নিগমানন্দ সারস্বত আশ্রম
- কালাচাঁদপুর শাাহ ভালাই এর দরগা
- বল্লভপুর চার্চ
- ভবরপাড়া রোমান ক্যাথলিক চার্চ
বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
এই জেলায় জন্মগ্রহণ করেছে বিখ্যাত ব্যক্তিবর্গেরা। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং দেশের উন্নয়নের ভূমিকা পালন করেছে। রয়েছে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তিরা।
- কৃষ্ণকান্ত ভাদুড়ী - নবদ্বীপ রাজবংশের সভাকবি, তার উপাধি ছিল রসসাগর
- দীনেন্দ্রকুমার রায় - লেখক;
- শাহ আলম - ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত;
- ইমরুল কায়েস- ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল;
- আবদুল মোমিন - বাংলায় শ্রমিক আন্দোলনের নেতা;
- ওয়ালিল হোসেন - বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- স্বামী নিগমানন্দ - ধর্মসংস্কারক;
- এম. এ. হান্নান - মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত;
- প্রফেসর আবদুল মান্নান - মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য
- ফরহাদ হোসেন - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- মোহাম্মদ সহিউদ্দিন - মুক্তিযোদ্ধা ও ১৯৭১ সালের প্রবাসী সরকারের সাংসদ
- আহম্মদ আলী - মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য
- রফিকুর রশীদ:লেখক,বাংলা একাডেমি পুরস্কার ২০২১
আপনারা এ প্রতিবেদনে জানলেন এক নজরে মেহেরপুর জেলা সম্পর্কে। বাংলাদেশের আরো অন্যান্য জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই আই নিউজের সঙ্গে থাকবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024