আই নিউজ ডেস্ক
বাড্ডায় একটি বাসা থেকে বাবা-ছেলের লা শ উদ্ধার
ফাইল ছবি
ঢাকার বাড্ডার বেরাইদ এলাকায় একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন- গিয়াস উদ্দিন (৭২) ও তার ছেলে রাকিব হোসেন (৩০)।
পুলিশের প্রাথমিক ধারণা, ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, সেটা দেখে বাবার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার পর ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গিয়াস উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছিলেন। আর তার ছেলে রাকিব ছিলেন বিদ্যুতের মিস্ত্রি। বাবা ও ছেলে বেরাইদের জেলেপাড়ার একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। রাতে তাদের খবর জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় ছেলে রাকিব হোসেন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়, তার বাবা বিছানায় মৃত অবস্থায় রয়েছেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ছেলে রাকিব হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সেটি দেখার পর বাবা গিয়াস উদ্দিন হার্ট অ্যাটাকে মারা যান।
এসি রাজন কুমার বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তে রিপোর্ট মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024