আই নিউজ ডেস্ক
দুই বন্ধুর মৃ ত্যু দ ণ্ডে র রায় দিলেন আদালত
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আলোচিত সাধন মিয়া হ ত্যা মামলার প্রধান আসামি নি হ তে র দুই বন্ধুকে মৃ ত্যু দ ণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর এক বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের রায়ে মৃ ত্যু দ ণ্ড দে র এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (০৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন- সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার জজ মিয়ার ছেলে রাসেল (৩৪) এবং মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- একই এালাকার আব্দুর রহমান সরকারের ছেলে শামীম (৪৬) ও আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন (৩৫)।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামীম হোসাইন বলেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৭ জুন রাতে ভুরভুরিয়া এলাকায় গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরো বলেন, এ মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেফতার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে চারজনের নাম উঠে আসে। অন্যরা হলেন- রাসেল ও মোহাম্মদ আলী। পরবর্তীতে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বর্তমানে এ মামলায় তিনজন আসামি ছিলেন। এ মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রোববার এ রায় দেন আদালত।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024