খানসামা (প্রতিনিধি) দিনাজপুর প্রতিনিধি
খানসামার ইতিহাসে প্রথম কাব হলিডে-২০২৪ অনুষ্ঠিত
কাব হলিডের উদ্বোধন করেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি- আই নিউজ
স্বাধীনতার গৌরবোজ্জ্বল ৫৩ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের খানসামায় ৫৩টি সরকারি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মত "কাপ হলিডে ২০২৪" উদ্বোধন হয়েছে।
কাব হলিডেতে ভিন্ন সাজে সেজেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ যেন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে খানসামা উপজেলায় এই কাব ডে দেখতে দেখতে যেমন দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন সাধারণ মানুষ। তেমনি আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে এই কাব ডে অনুষ্ঠান। আর সেই কাব হলিডে কে স্বর্ণ অক্ষরে লিখতেই এই আয়োজন।
শনিবার (০৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউটদের কাব হলিডের উদ্বোধন করেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুশৃংখল জীবনের মধ্য দিয়ে যেকোন লক্ষে পৌঁছানো সম্ভব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরির অন্যতম মাধ্যম স্কাউটিং। শিশু-কিশোর ও জুবাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পাশাপাশি স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে সৎ চরিত্রবান ও আদর্শ নাগরিক হওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, স্কাউট দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, আঞ্চলিক সম্পাদক আবু সাঈদ, জেলা স্কাউটস কমিশনার মাতলুবুর মামুন, সহকারি পরিচালক সৈকত হোসেন, জাতীয় নির্বাহী সদস্য লোকমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী, হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর উপজেলার কাব স্কাউটরা হলিডের বিভিন্ন স্টেশনে অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে কাব শিশুদের হাতে কলমে শিার জন্য দিনব্যাপি কর্মসূচি হলো কাব হলিডে। হলিডের বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে কাববন্ধুরা স্কাউটিং মৌলিক বিষয় জানা ও অনুশীলনসহ বৈচিত্রময় ও মজাদার কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে বন্ধু তৈরী ও নিজেদের দ করে গড়ে তুলতে ব্রতী হয়। বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে প্রায় ৫০০জন কাব স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা অংশগ্রহণ করে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024