অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর)
অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি ট্রাক্টর আটক
অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক করা বালুভর্তি ট্রাক্টর। ছবি- আই নিউজ
দিনাজপুরের ফুলবাড়ীতে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য (মেম্বার) বালুখেকো সুকুমার রায় পাখি কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি ট্রাক্টর আটক করেছেন গ্রাম পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুর গ্রামের একটি পুকুর থেকে বালু উত্তোলন করে বহনের সময় আর.কে ট্রেডার্স নামের বালুভর্তি ট্রাক্টরটি আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের গ্রাম পুলিশ কৃষ্ণ রায়, মতিন চন্দ্র ও প্রদীপ রায় এক অভিযান চালিয়ে মহদিপুর গ্রামের একটি পুকুর থেকে বালু উত্তোলন করে
পরিবহণের সময় বালু ভর্তি ট্রাক্টরটি আটক করে লক্ষ্মীপুর বাজারে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে তহশীলদার আটক বালুভর্তি ট্রাক্টরটি উপজেলা পরিষদে নিয়ে আসেন।
গ্রাম পুলিশ কৃষ্ণ রায় ও প্রদীপ রায় বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা রয়েছে যে, কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করলে তা আটক করে খবর দিতে। বৃহস্পতিবার সকালে ওয়ার্ড মেম্বার সুকুমার রায় পাখি অবৈধভাবে একটি পুকুর থেকে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর আটক করা হয়। পরে তৌশিলদারের সহযোগিতায় ট্রাক্টরটি উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ওয়ার্ডের একজন সচেতন নাগরিক বলেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সুকুমার রায় পাখি ক্ষমতার প্রভাবে এলাকায় বিভিন্ন অরাজকতা চালিয়ে আসছেন। তিনি এতোটাই ক্ষমতাধর যে, প্রশাসনকেও তিনি তোয়াক্কা করেন না। এলাকায় বালু তুলে আবাদি জমিসহ নদী শেষ করছেন এই পাখি মেম্বর। তিনি জনপ্রতিনিধির নামে একজন ভক্ষক। ইতোপূর্বে একাধিকবার তাকে এ ব্যাপারে বালুভর্তি ট্রাক্টর আটক করে জরিমান করলেও আটকানো যায়নি তার অবৈধ বালু কারবার।
খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, সুকুমার রায় পাখি তিনি ৫নং ওয়ার্ড সদস্য। সে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। ইতোপূর্বেও তাকে বহুবার আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে মহদিপুর গ্রামে বালু উত্তোলনের সময় তার ট্রাক্টর আটক করেছে গ্রাম পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ট্রাক্টর আটক করেছে গ্রাম পুলিশ। ঘটনাস্থলে সংশ্লিষ্ট ইউনিয়নের তৌশিলদারকে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করে উপজেলায় আনতে বলা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024