ইমরান আল মামুন
আপডেট: ১৯:৩৩, ১৭ মার্চ ২০২৪
ঢাকার পাইকারি বাজারের তথ্য
এই প্রতিবেদনে আমরা জানবো ঢাকার পাইকারি বাজারের তথ্য সম্পর্কে। অর্থাৎ কোন কোন জায়গায় এ সকল পাইকারি বাজার থেকে খুচরা এবং পাইকারি জিনিসপত্র কিনতে পারবে তার তালিকা। চলুন তাহলে নিচে থেকে দেখে নেই এই বিষয়টি।
আমরা সাধারণত দেখে থাকি পাইকারি এবং খুচরা কাপড়ের বাজার অথবা অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বাজার। কিন্তু রমজান উপলক্ষে সবচেয়ে বেশি যে জিনিসটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে কাচা বাজারের পাইকারি বাজার। যেমন মাছ শুটকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলমূল সহ শাকসবজি কেনাবেচা হয় এমন বাজার। ঢাকা শহরে অনেকগুলো ছোট বড় বাজার থাকলেও পাইকারি বাজারের জন্য রয়েছে বেশ কয়েকটি বড় আকারের মার্কেট। যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের সামগ্রী আনা হয় এবং সেখান থেকে পরবর্তী সময়ে পাইকারি ধরে বিক্রি করা হয়ে থাকে। অর্থাৎ এই সকল পাইকারি মার্কেট থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে বিভিন্ন ছোট ছোট মার্কেটে বিক্রি করে থাকেন। তাদের জন্য নিচে তালিকা দেয়া হলো।
বাংলাদেশের পাইকারি বাজারের তথ্য
এখানে যে তালিকা গুলো দেওয়া হল সেখানে ছোট-বড় সকল বাজারে তালিকা গুলো তুলে ধরা হলো। যাতে করে একজন পাইকারি ক্রেতা অথবা খুচরা ক্রেতা খুব সহজেই তার অঞ্চল অনুসারে বাজারে তালিকাটি খুঁজে পান।
গুলশান এলাকা
- গুলশান দক্ষিণ ডি.সি.সি মার্কেট কাঁচাবাজার
- বনানী কাঁচাবাজার
- মহাখালী কাঁচাবাজার
- গুলশান উত্তর ডি.সি.সি মার্কেট কাঁচাবাজার
- নর্দা কাঁচাবাজার
ধানমন্ডি এলাকা
- মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার
- মোহাম্মদপুর পুরাতন কাঁচাবাজার
- ঝিগাতলা নতুন রাস্তা কাঁচা বাজার
- মোহাম্মদপুর কৃষি মার্কেট
- রায়ের বাজার কাঁচাবাজার
লালবাগ
- পলাশী কাঁচাবাজার
- আজিমপুর কাঁচাবাজার
- নওয়াবগঞ্জ কাঁচাবাজার
রামপুরা এলাকা
- রামপুরা কাঁচাবাজার
- বনশ্রী কাঁচাবাজার
- ওয়াপদা রোড কাঁচাবাজার, রামপুরা
পুরান ঢাকা
- নয়াবাজার
- রায়সাহেব বাজার
- কাপ্তানবাজার
- ঠাঁটারী বাজার
- শ্যামবাজার
উত্তরা এলাকা
.
- আজমপুর কাঁচা বাজার, উত্তরা
- সেক্টর ৯ কাঁচাবাজার, উত্তরা
- সেক্টর ৬ কাঁচাবাজার, উত্তরা
বাড্ডা এলাকা
- উত্তর বাড্ডা কাঁচাবাজার
- মধ্য বাড্ডা কাঁচাবাজার
- মেরুল বাড্ডা কাঁচাবাজার
- শাহজাদপুর কাঁচাবাজার
মিরপুর এলাকা
- বিহারী পট্টি কাঁচাবাজার, মিরপুর ১১
- রূপনগর কাঁচাবাজার, পল্লবী
- দুয়ারীপাড়া কাঁচাবাজার, পল্লবী
- শাহ আলী সিটি কর্পোরেশন কাঁচাবাজার
- মিরপুর ২ নং কাঁচাবাজার
- আহসান শাহ কাঁচাবাজার, মিরপুর ১১
- মোল্লা মার্কেট কাঁচাবাজার, মিরপুর ১২
- মিরপুর ১ নং কাঁচাবাজার
- শ্যাওড়াপাড়া কাঁচাবাজার
- কাজীপাড়া কাঁচাবাজার
- উত্তর আদাবর কাঁচাবাজার
মালিবাগ এলাকা
- মালিবাগ কাঁচাবাজার
- মগবাজার কাঁচাবাজার
- শান্তিনগর কাঁচাবাজার
নিউ মার্কেট এলাকা
- নিউ মার্কেট কাঁচাবাজার
- বনলতা কাঁচাবাজার
খিলগাঁও এলাকা
- খিলগাঁও কাঁচাবাজার
- গোড়ান কাঁচাবাজার
- তিলপাপাড়া কাঁচাবাজার
- দক্ষিণ বাসাবো কাঁচাবাজার
ফার্মগেট এলাকা
- কারওয়ান বাজার
- তেজকুনীপাড়া কাঁচাবাজার
- কাঁঠালবাগান বাজার
শাহবাগ এলাকা
- হাতিরপুল কাঁচাবাজার
- আনন্দবাজার কাঁচাবাজার
- পরীবাগ কাঁচাবাজার
মতিঝিল এলাকা
- ফকিরাপুল কাঁচাবাজার
- আরামবাগ কাঁচাবাজার
- দক্ষিণ কমলাপুর কাঁচাবাজার
ডেমরা এলাকা
- ডেমরা কাঁচাবাজার
- রায়েরবাগ কাঁচাবাজার
- শনির আখড়া বাজার
- ধনিয়া কাঁচাবাজার
যাত্রাবাড়ী এলাকা
- ধুপখোল কাঁচাবাজার
- যাত্রাবাড়ী কাঁচাবাজার
- দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচাবাজার
- দয়াগঞ্জ কাঁচাবাজার
- ধলপুর কাঁচাবাজার
- মানিকনগর কাঁচাবাজার
শ্যামপুর এলাকা
- শ্যামপুর কাঁচাবাজার
- ধোলাইরপাড় কাঁচাবাজার
- পোস্তগোলা কাঁচাবাজার
হাজারীবাগ এলাকা
- মনেশ্বররোড কাঁচাবাজার
- পিলখানা কাঁচাবাজার
- হাজারীবাগ কাঁচাবাজার
- হাজারীবাগ বৌ বাজার
কামরাঙ্গীরচর
- মাদবর বাজার
- আহসানবাগ কাঁচাবাজার
খিলক্ষেত এলাকা
- খিলক্ষেত কাঁচবাজার
- রজনীগন্ধ্যা সুপার মার্কেট, কচুক্ষেত
এই প্রতিবেদনে আপনারা দেখলেন ঢাকার পাইকারি বাজারের তথ্য। এ সকল বাজারে তালিকায় বেশি খুজে থাকে মানুষ রমজানের সময়। আর বর্তমান সময়ে চলছে রমজান মাস যার কারণে মানুষ এ বিষয়টি জানার আগ্রহ সবচেয়ে বেশি প্রকাশ করেছেন। এরকম আরো অন্যান্য শহরের বাজারে তালিকা গুলো দেখতে হলে অবশ্যই আই নিউজের আপডেটের সঙ্গে থাকবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024