অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর)
ফুলবাড়ীতে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে আহত তিন
ছবি- আই নিউজ
দিনাজপুরের ফুলবাড়ীতে রড বাহী ট্রাকের সঙ্গে কাজি ফার্মের মুরগির খাদ্য বহনকারী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের কাভার্ড ভ্যানের চালকসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বেজাই মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।
এতে আহতরা হলেন- রংপুর জেলার গংগাচড়া উপজেলা সদরের বাবু রায়ের ছেলে কাজি ফার্মের মুরগির খাদ্যবাহী কার্ভাট ভ্যানের চালক পলাশ রায় (৩৬), একই কাভার্ড ভ্যানের হেলপার গোপালগঞ্জের বাসিন্দা খায়রুল আলম (২৫) এবর ঠাকুরগাঁও জেলার হরিহরপুর ঠাকুরপাড়া গ্রামের সামশুল হকের ছেলে ও রডবাহী ট্রাকের হেলপার শাহেদ আলী (৩২)। এদের মধ্যে কার্ভাট ভ্যানের চালক পলাশ রায়ের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান ও জিয়াউল হক বলেন, বেড়াই মোড় এলাকায় ঠাকুরগাঁও থেকে কাজি ফার্মের মুরগির খাদ্য নিয়ে সিরাজগঞ্জ গামী কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-ড-১১-০১৩০) এবং ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী রডবাহী ট্রাকের (ঢাকা-মেট্রে-ট-২২-৫০৬৪) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানের চালক পলাশ রায়কে স্টীয়ারিংয়ের সঙ্গে চাপা পড়ায় স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ও তার হেলপার খায়রুল আলমে উদ্ধার করেন। একই সঙ্গে অপর ট্রাকের চালকের স্থান থেকে হেলপার শাহেদ আলীকেও উদ্ধার করা হয়েছে। পরে আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নেওয়া হয়।
তারা আরও জানান, কাভার্ডভ্যানের চালক কার্ভাট ভ্যান চালালেও রডবাহী ট্রাকের চালক ট্রাক না চালিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন তার হেলপার শাহেদ আলী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার বেজাই মোড় নামের স্থানটি ফুলবাড়ীর সংলগ্ন হলেও এটি পার্বতীপুর থানা এলাকার মধ্যে পড়েছে। তাই পার্বতীপুর থানা পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। তবে সড়কের যানজট সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ফুলবাড়ী থানা পুলিশ কাজ করেছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024