আই নিউজ ডেস্ক
টেকনাফে আরও ৮ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে গরু চরাতে গিয়ে দুই রাখাল অপহরণের পর অস্ত্রধারী অপহরণকারীরা তিন শিশু-কিশোরসহ আরও ৮ জনকে অপহরণ করেছে। টেকনাফের গহীন জঙ্গলে লুকিয়ে থাকা অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে জানিয়েছে না দিলে অপহৃতদের প্রাণে মে রে ফেলা হবে।
স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, বুধবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপির ৩ নং ওয়ার্ড রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় গরু চরাতে এবং কৃষি কাজ করতে গেলে অপহরণকারীরা অস্ত্রের মুখে তাদের সবাইকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়।
অপহৃত ৮ জনের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। বাকি দু'জনে নাম পাওয়া যায়নি। নাম ঠিকানা না পাওয়া দুজন রইক্ষ্যং এলাকার বাসিন্দা বলে জানান স্থানীয়রা।
অপহৃত ৬ জন হচ্ছেন- টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউপির অন্তর্গত ৫নং ওয়ার্ড কানজর পাড়া এলাকার লেদু মিয়ার পুত্র মো.শাকিল (১৫), নাজির হোসেনের পুত্র সোনা মিয়া (২৪), শহর আলীর পুত্র ফরিদ প্রকাশ গুরা পুইত্যা (৩৫), বেলালের পুত্র জুনাইদ (১২) ও নুরুল আমিনের পুত্র মো. সাইফুল (১৪)।
স্থানীয়রা সময়ের কন্ঠস্বরকে জানান, বুধবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির ৫ নং ওয়ার্ড অন্তর্গত কানজর পাড়া এলাকার ১২/১৫ বছর বয়সী তিন শিশু-কিশোরসহ ৬ জন স্থানীয় যুবক রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় গরু চরানোর পাশাপাশি কৃষি জমিতে কাজ করতে গেলে গহীন পাহাড় নেমে আসা রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়।
পরবর্তীতে একই দিন বিকাল সাড়ে তিনটার দিকে অপহৃত মো.শাকিলের ভুক্তভোগী পিতা লেদু মিয়ার মোবাইলে কল দিয়ে অপহরণকারিরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সময় মত মুক্তিপণ দিলে অপহৃতদের প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেছে বলেও জানান তারা।
ঘটে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে, হোয়াইক্যং ইউপির ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহা জালাল সময়ের কন্ঠস্বরকে জানান, আমি সারাদিন উখিয়াতে ট্রেনিং এ ছিলাম। সন্ধ্যায় এলাকায় এসে জানতে পারি, গরু চরাতে গিয়ে ৭/৮ জনকে ধরে নিয়ে গেছে অপহরণকারিরা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারি অপহরণকারিরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করছে। বিষয়টি পুলিশকেও অবিহিত করেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি সময়ের কন্ঠস্বরকে জানান, অপহরণের ঘটনা শুনেছি। ঘটনার রহস্য উদঘাটন করার পাশাপাশি অপহৃত ব্যক্তিদের উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
এ নিয়ে চলতি মাসের শুরু থেকে বুধবার (২৭ মার্চ) বিকাল পর্যন্ত অত্র উপজেলার অন্তর্গত হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সর্বমোট শিশু, কিশোরসহ সর্বমোট ১৭ জনকে অপহৃত করেছে অপহরণকারিরা। এরমধ্যে গতকালের হোয়াইক্যং ইউপির দু রাখাল, হ্নীলা ইউপির ৫ কৃষক মুক্তিপণ দিয়ে পরিবারের কাছে ফেরত আসে। এরমধ্যে হ্নীলা পানখালি ৫ কৃষককে নগদ ৬ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের কবল থেকে ফেরত নিয়ে আসে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এদিকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে প্রতিনিয়ত স্থানীয় মানুষ অপহরণ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অত্র উপজেলার স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে চরম উদ্বেগ ও আতঙ্ক।
রোহিঙ্গা সন্ত্রাসীদের লাগাতার অপহরণ বানিজ্য এখন টেকনাফ উপজেলার হাট বাজারগুলোতে টক অফ দা টাউনে পরিণত হয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024