মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
আপডেট: ১৫:২৯, ৩০ এপ্রিল ২০২৪
প্রথমবারের মতো চা বোর্ড নির্ধারিত মূল্যে নিলামে চা পাতা বিক্রি
ছবি- সংগৃহীত
দেশে এই প্রথম বারের মতো চা বোর্ড নির্ধারিত বিক্রয় দরে(ফ্লোরপ্রাইস) চা নিলাম অনুষ্ঠিত হলো। চায়ের নতুন মৌসুমের সাপ্তাহিক নিলাম গতকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো। শ্রীমঙ্গলের প্রথম নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২রা মে (বৃহস্পতিবার)।
এই প্রথম বারের মত বাংলাদেশ চা বোর্ড নির্দেশিত রেটিং(ফ্লোরপ্রাইস) অনুযায়ী নিলামে চা পাতা বিক্রি করা হয়। এতে আশাতীত দর হাকান চা ব্যবসায়ীরা। এর ফলে চা বাগান মালিক ও সংশ্লিষ্ট সবাই মহাখুশি।
গতকাল সোমবার (২৯ এপ্রিল) সকালে চায়ের নতুন মৌসুমের সাপ্তাহিক নিলামের ছিলো প্রথম দিন। চট্টগ্রামের আগ্রাবাদের প্রগ্রেসিভ টাওয়ারে প্রথম নিলামে প্রায় ১৪ লাখ ৩০ হাজার কেজি চা তোলা হয়েছে। সর্বোচ্চ ৮৫০ টাকা দরে মধুপুর চা বাগানের জিবিওপি পাতা বিক্রয় হয়। ভালো মানের চা পাতা বিক্রি হয় ২২৭ থেকে ২৪৫ টাকা পর্যন্ত দরে। নিম্নমানের অধিকাংশ চাই অবিক্রিত থেকে যায়।
চা ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটায় শুরু হওয়া নতুন মৌসুমের প্রথম নিলামে ক্রেতাদের ভালো উপস্থিতি ছিল। এবার প্রথম নিলাম ঘিরে উৎপাদক ও ক্রেতাদের বিশেষ আগ্রহ লক্ষ করা গেছে। কারণ, প্রথম নিলামে ন্যূনতম মূল্য বা ফ্লোরপ্রাইস অনুযায়ী চা বেচাকেনায় ক্রেতা–বিক্রেতারা একমত হওয়ার পর এই প্রথম রেটিং(ফ্লোরপ্রাইস) অনুযায়ী চা বিক্রি হলো। তবে নিলামে সেটা কতটুকু বাস্তবায়ন হয়, সকল পক্ষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তা সময়ই বলে দিবে।
উল্লেখ্য, দেশের চা বাগানগুলো উৎপাদনে রেকর্ড করলেও নিলামে ব্যাপক দরপতনের কারণে বাগান মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন চা বাগান মালিকরা। গত মাসে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিষয়টি আলোচনায় ওঠে। গত ১ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে চায়ের বাজারদর নির্ধারণের জন্য চা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে চায়ের উৎপাদন খরচ ও নিলাম মূল্যের সামঞ্জস্যতা আনার বিষয়ে বাগান মালিক ব্রোকার্স প্রতিষ্ঠান ও ক্রেতাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ চা বোর্ড।
উল্লেখিত সভায় বিস্তারিত আলোচনা শেষে চায়ের লিকার রেটিংয়ের উপর ভিত্তি করে পরীক্ষামূলক চায়ের ন্যূনতম নিলাম মূল্য নির্ধারণ করা হয় ১৬০ টাকা। ২০২৪-২৫ নিলাম বর্ষের ১ম নিলাম হতে দেশের সকল চা নিলাম কেন্দ্রের জন্য সকল চা বাগান ও বটলীফ ফ্যাক্টরির চায়ের ন্যূনতম নিলাম মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এছাড়াও, নিলামে লিকার রেটিং '২' এর নিম্নমানের কোনও চা অফার না করার নির্দেশনা প্রদান করা হয়। কোন চা বাগান বা বটলীফ ফ্যাক্টরিতে লিকার রেটিং '২' এর নিম্নমানের চা প্রস্তুত না করার জন্য বাংলাদেশ চা বোর্ড হতে আলাদা নির্দেশনা জারী করা হয়।
নিলাম শেষে মোবাইলে সংযুক্ত হয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম এনডিসি পিএসসিকে বলেছিলাম, আপনার নেতৃত্বে চা বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন করে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এই মৌসুমের প্রথম চা নিলাম। কাজ করে ফল পেয়েছেন, আপনার অনুভূতি কি?
উত্তরে তিনি বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। আমাদের গৃহীত এই সিদ্ধান্তটি সবার জন্যই ভালো। যারা খুচরা ব্যবসায়ী তাদের জন্যও ভালো, যারা অকশনে কিনবে তাদের জন্যও ভালো এবং যারা চা উৎপাদন করে তাদের জন্যও ভালো। আর যারা মাঠে কাজ করে আমাদের চা শ্রমিকদের জন্যও ভালো।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, চা শিল্প হবে শ্রমিকবান্ধব। তাই আমাদের শ্লোগান ছিল "চা দিবসের সংকল্প, শ্রমিক বান্ধব চা শিল্প"। এটা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমরা সবাই ভালো কাজ করলে ভালো চা উৎপাদন হবেই। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাবো। যারা ভালো কাজ করবে না তারা পিছিয়ে যাবে। চা শিল্প এবং দেশের স্বার্থে সবাইকে একযোগে ভালো কাজটি করতে হবে।
চা বাগান মালিকদের সুরক্ষা দিতে নির্ধারিত ফ্লোরপ্রাইস দিয়েই শুরু হয়েছে নতুন মৌসুমের চা নিলাম। এরপর ধারাবাহিকভাবে ২০টি নিলামে বেঁধে দেওয়া ফ্লোরপ্রাইস অনুসরণ করা হবে। বাগান মালিক ও নিলাম-সংশ্লিষ্টরা আশা করছেন নিলামে চায়ের দরপতন নিয়ন্ত্রণে এ পদক্ষেপ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
চা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ২০২৪–২৫ মৌসুমে (২৯ এপ্রিল ২০২৪ থেকে ২৩ এপ্রিল ২০২৫) মোট ১০০টি নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রামে ৫০টি, সিলেটের শ্রীমঙ্গলে ২৬টি এবং পঞ্চগড়ে ২৪টি নিলাম অনুষ্ঠিত হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024