শাবিপ্রবি প্রতিনিধি
রংপুর স্টুডেন্টস এসোসিয়েশন অব সাস্ট’র প্রথম কমিটি গঠন
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রংপুর স্টুডেন্টস এসোসিয়েশন অব সাস্ট’র ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এর পূর্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
শনিবার (১১ মে) ‘সন্ধ্যায় প্রজ্বলনে রংপুর’ শিরোনামে অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন এই কার্যনির্বাহী কমিটির যাত্রা শুরু হয়।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নৃ-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রিয়াদ ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আবু ছাইম মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাব্বির রহমান, সহ-সভাপতি রেজওয়ান হক রশনি ও নীলয় রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল আমিন, সহ-সাধরণ সম্পাদক মাহেদি হাসান শাফি, ফাহমিদা ফারিহা, মো. তারেক, আব্দুল্লাহ আল হাসান, সেজুতি সরকার ¯্নহো ও প্রিতম রায় মনোনীত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ফাহিম শাহরিয়ার সপ্ন, ইবনুল কোরাইশ, নাবিয়ুল ইসলাম নাসিম, সাইদুস সালেহীন সৈকত, অলিউর রহমান বাঁধন, মুসলিম উদ্দীন, তাজবির, ফাহিম শাহরিয়ার, আসিফ উল ইসলাম, সৈকত হোসেন, সুমাইয়া সরকার ও আসিফ মাহমুদ, কোষাধ্যক্ষ সাব্বির হোসাইন, সহ-কোষাধ্যক্ষ এলমা মোসতাসফিয়াত ও আয়েশা সিদ্দিকা, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বোরহানুর রহমান মুন, সাংস্কৃতিক সম্পাদক সাফিয়া তানজিম আলভি, সহ-সাংস্কৃতিক সম্পাদক তানজিলা সেতু, রাফিয়া বিনতে কাদের শিরপা, ক্রীড়া সম্পাদক কাইয়ূম, উপ-ক্রীড়া সম্পাদক তামজিদ, প্রচার সম্পাদক আব্দুল হাসিব, উপ-প্রচার সম্পাদক নাহিদ ও কাজী নাঈম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানজানা ইসলাম, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাবিবুল লিমন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবরার জাহিন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তাদির ইসলাম মুন ও তুহিন মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে কমিটির আহ্বায়ক শাফিনুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্ঠা অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. সাদিক আল মুকসিত, আসাদুজ্জামান আহাদ, রাসেল আহমেদ এবং সদস্য সচিব রাফাত আহমেদসহ রংপুর জেলার সিনিয়র সদস্যবৃন্দ।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024