রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপা*য় প্রা*ণ গেল বৃদ্ধার
ছবি- আই নিউজ
পায়ে হেঁটে পাশের গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধা ফাতেমা বেগম। পিছন থেকে একটি সিমেন্ট ভর্তি দশ চাকার ট্রাক সজোরে ধা*ক্কা দিলে ট্রাকের সামনের চাকায় পি*ষ্ট হয়ে মারা যান ফাতেমা। আর বাবার বাড়ি যাওয়া হয়নি তার।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পীরগঞ্জ- রাণীশংকৈল মহাসড়কের পুরাতন সেন্টার নামক স্থানে এ দু*র্ঘটনা ঘটে। দু*র্ঘটনার পর প্রথমে তাকে কেউ চিনতে পারেননি। পরে তার ছেলে এসে মায়ের হাত, পায়ের জুতা ও শাড়ি দেখে শনাক্ত করেন।
ফাতেমা বেগম (৬০)উপজেলার গোগর মাঝাটলা গ্রামের আজিজুর হমানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন দুপুরে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি দশ চাকা বিশিষ্ট ট্রাক যার নং ঢাকা মেট্রো -উ ১১-৩৪১৭। ট্রাকের চালক পাবনা জেলার আমিনপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের সন্তেষ শেখের ছেলে ওসমান আলী(৪২)। সে প্রিমিয়ার সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে রাণীশংকৈল যাওয়ার পথে পুরাতন সেন্টার নামক স্থানে পথচারী ফাতেমা বেগমকে পিছন থেকে সজোরে ধা*ক্কা দিলে সামনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখসহ দে*হ খ*ন্ড-বি*খন্ড হয়ে ঘটনাস্থলেই সে মা*রা যায়।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে, ঘা*তক ট্রাক ও চালককে আটক করেছেন।
নি*হতের ছেলে কালাম বলেন, আমার মা আজ দুপুরে পায়ে হেঁটে পাশের গ্রাম সহোদর নানী বাড়ি যাচ্ছিল।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লা*শ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালকসহ ঘা*তক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024