নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৬, ১২ জুন ২০২৪
অবৈধভাবে গ্যাস পাইপের উপর নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ
জালালাবাদ গ্যাস পাইপের উপর অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট জালালাবাদ গ্যাস কোম্পানীর উচ্চ চাপ গ্যাস পাইপ লাইনের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (১২জুন) সকাল ১০ টার দিকে শহরের মুসলিমবাগ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন ও সিলেট জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি, সি লিমিটেড এর উপ-মহাব্যস্থাপক ভিজিল্যান্স প্রকৌশলী মো. আমিরুল ইসলাম।
দিনব্যাপী এ অভিযানে ওই এলাকায় গ্যাস পাইপের উপর ও পাইপের উভয় দিকে ১০ ফুট কম দূরত্বে নির্মিত ২৫টি পাকা ও টিনের ঘর এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। যদিও গ্যাস কোম্পানী ও উপজেলা প্রশসানের পক্ষ থেকে বিগত ২০২১ সাল হইতে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বারবার নোটিশ দিয়ে তাগাদা দেয়া হয় নিজ থেকে গ্যাস পাইপের ওপর স্থাপনা সরিয়ে ফেলতে। কিন্ত কেউ নোটিশে কর্ণপাত না করায় চূড়ান্তভাবে অভিযান পরিচালনা করা হয় বলে গ্যাস কোম্পানীর পক্ষ থেকে জানা যায়।
ওই এলাকার অবৈধ স্থাপনা নির্মাণকারী ইসরাইল মিয়া ও এরশাদ মিয়া জানান, অন্য একজনের নিকট থেকে টিনশেটের ঘরটি ক্রয় করেছিলেন। নোটিশের অবহেলা করায় এমন পরিণতি ভোগ করেছেন বলে তিনি জানান। নোটিশের গুরুত্ব না দেয়ায় বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি, সি লিমিটেডের ডিজিএম আব্দুল মুকিত, ম্যানেজার সানোয়ার, ব্যবস্থাপক মুনায়েম সরকার, আইন ব্যবস্থাপক সাদিকুন নূর চৌধুরী, এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার মাহবুব, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ।
সিলেট জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি, সি লিমিটেডের উপ-মহাব্যস্থাপক ভিজিল্যান্স প্রকৌশলী মো. আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘২০২০ সালে ঢাকায় মসজিদের নিচে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণ হলে বহু মানুষ হতাহত হয়। এরপর থেকে আমরা গুরুত্বের সাথে সিলেট অঞ্চলে গ্যাস পাইপের উপর নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করে আসছি। এবং শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকায় জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি, সি লিমিটেড এর উচ্চ চাপ ৫০০ পিসিআই গ্যাস পাইপ লাইনের ওপর অবৈধভাবে নির্মিত ২৫টি ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
আই নিউজ/আরএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024