ইয়ানূর রহমান
এবছর যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ১৪৮ জন
ফাইল ছবি
আগামী রোববার (৩০ জুন) অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ২৪ হাজার ১৪৮জন পরীক্ষার্থী। গত ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১১ হাজার ৩৯ জন ছিল। এ বছর বেড়েছে ১৩ হাজার ১০৯ জন পরীক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানান, এ বছর এইচএসসি পরীক্ষায় ২৩০ টি কেন্দ্রে অংশ নেবে ৫৭৪ কলেজের ১ লাখ ২৪ হ্জাার ১৪৮ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর বেশি ছেলে পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর ছেলে পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ২১৩ জন, এ বছর অংশ নেবে ৬১ হাজার ৬১ হাজার ৮৭৮। বেড়েছে ৬ হাজার ৬৬৫ জন ছেলে পরীক্ষার্থী।
গতবছর পরীক্ষায় অংশ নেয় ৫৫ হাজার ১৪২ মেয়ে পরীক্ষার্থী। এ বছর অংশ নেবে ৬২ হাজার ২৭০ জন। বেড়েছে ৭ হাজার ১২৮ মেয়ে পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ২১৬ পরীক্ষার্থী, মানবিক বিভাগে ৮৫ হাজার ৭৫২ পরীক্ষার্থী ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে ১৫ হাজার ১৮০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
এর মধ্যে খুলনা জেলা থেকে পরীক্ষায় অংশ নেবে ২৩ হাজার ৪৬৫ পরীক্ষার্থী, যশোর জেলায় ২০ হাজার ৪৯০ পরীক্ষার্থী, বাগেরহাট জেলায় ৮ হাজার ৬৬৩ পরীক্ষার্থী, সাতক্ষীরা জেলায় ১৩ হাজার ৯৪২ পরীক্ষার্থী, কুষ্টিয়া জেলার ১৬ হাজার ৩৫৯ পরীক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার ৭ হাজার ৭২২ পরীক্ষার্থী, মেহেরপুর জেলার ৪ হাজার ৪০৫ পরীক্ষার্থী, নড়াইল জেলার ৫ হাজার ৭২৯ পরীক্ষার্থী, ঝিনাইদহ জেলার ১৬ হাজার ৩৮৪ পরীক্ষার্থী ও মাগুরা জেলা থেকে ৬ হাজার ৯৮৯ পরীক্ষার্থী।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস জানান, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষা অচল অবস্থার সৃষ্টি হয়। করোনা পরিস্থিতির পর বর্তমানে স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। লেখাপড়ায় মনোযোগী হয়েছে। এ কারণে পরীক্ষার্থী বেড়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024