ইয়ানূর রহমান
যশোর প্রেসক্লাব নির্বাচন, পুনরায় নির্বাচিত হলেন টুকুন-তৌহিদুর
ছবি- আই নিউজ
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে এস এম তৌহিদুর রহমান ৪৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই বর্তমানে সভাপতি ও সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে ফারাজী আহমেদ সাইদ ২২ ভোট ও সাধারণ সম্পাদক পদে আহসান কবীর ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
গত শনিবার (২৭ জুলাই) প্রেসক্লাব যশোরে সকাল ১০ টা থেকে বিকেল ৩টায় আনন্দমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে এ ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইসহক।
এছাড়া সহ-সভাপতির দুই পদে ওহাবুজ্জামান ঝন্টু ৪৬ ও শেখ দিনু আহমেদ ৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ দুই পদে পরাজিত প্রার্থী শেখ আব্দুল্লাহ হুসাইন ৩৫ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আলম ৩৪ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদকের দুই পদে জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহম্মেদ লিটন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী হাবিবুর রহমান রিপন ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে আব্দুল কাদের ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তহীদ মনি পেয়েছেন ৩৭ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ২৮ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে শহিদ জয় ৬১, হাবিবুর রহমান মিলন ৫৫, সফিক সায়ীদ ৫২, সাইফুর রহমান সাইফ ৪৯, শিকদার খালিদ ৪৬ ও আব্দুল ওয়াহাব মুকুল ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী এহসান উদদৌলা মিথুন পেয়েছেন ৪৪ ও মোকাদ্দেছুর রহমান রকি পেয়েছেন ৩৯ ভোট।
এবারের নির্বাচনে ৮৬ জন ভোটারের মধ্যে ৮৬ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024