নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
লাউয়াছড়া বন
সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ
লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির সামনে লাউয়াছড়ার জায়গা উদ্বারে অভিযান। ছবি আই নিউজ
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা প্রায় পাঁচ একর জায়গা পুনরুদ্ধার করেছে বন বিভাগ।
রোববার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির সামনে লাউয়াছড়ার জায়গা উদ্বারে অভিযান পরিচালনা করে বন বিভাগ।
সরকারের সব জায়গায় প্রভাব ছিলো কৃষিমন্ত্রী আব্দুস শহীদের। সেই কারণে বন বিভাগের লোকজন জায়গাটি উদ্বার করতে গিয়েও করতে পারেনি।’
বনবিভাগ সূত্রে জানা যায়, অনেক বছর ধরে অবৈধভাবে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ জায়গাটি দখল করে রেখেছিলেন। ২০১৮ সাল থেকে বন বিভাগ বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বনের জায়গাটি উদ্বার করতে পারে নি।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এসময় প্রায় ১৩১ জন শ্রমিক অবৈধভাবে দখল করে লাগানো লেবু গাছ তুলে হরতকী, বহেরা, জাম ইত্যাদি বন্যপ্রাণীর খাদ্য উপযোগী গাছের চারা লাগান।
নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের একজন বলেন, এই জায়গাটি আমরা অনেক আগেই উদ্ধর করতে পারতাম। কিন্তু সাবেক কৃষি মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদ পাওয়ারফুল লোক হওয়ায় তার কবল থেকে জমিটি উদ্বার করা কঠিন ছিলো। সরকারের সব জায়গায় প্রভাব ছিলো তার, সেই কারণে বন বিভাগের লোকজন আগে জায়গাটি উদ্ধর করতে গিয়েও পারেনি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা জায়গাটি উদ্ধ করি। এখানে পাঁচ একরের বেশী জায়গা হবে। যেখানে কিছু জায়গা লেবু গাছ ছিল, কিছু জায়গায় ফাঁকা পড়ে ছিলো। আমরা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছ লাগিয়েছি।
আই নিউজ/আরএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024