আই নিউজ ডেস্ক
ভারত বিরোধী পোস্ট করায় বিএনপি নেতার ভিসা বাতিল
প্রতীকী ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের বিভিন্ন খবর-ছবি এবং ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় শাহিদুল ইসলাম নামের একজন বিএনপি নেতার ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) শাহিদুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। শাহিদুল ইসলাম কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি তিতাস উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক।
জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর বুধবার পর্যটক (টুরিস্ট) ভিসায় চিকিৎসার জন্য ভারতে যান শাহিদুল। চিকিৎসা শেষে ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসায়িক কাজে আরব আমিরাতে (দুবাই) যাওয়ার পথে ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন তার মোবাইল ফোন চেক করে প্রায় দুই ঘণ্টা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে। পরে তার ভারতীয় ভিসা বাতিল করে তাকে দুবাই পাঠিয়ে দেয়।
শাহিদুল ইসলাম বলেন, ‘আমি ২০০৭ সাল থেকে ভারতে যাতায়াত করে আসছি। কখনো এমনটা ঘটেনি আমার সঙ্গে। এবার ভারতের বিমানবন্দর ইমিগ্রেশনের চেকপোস্টে আমাকে আটকে রেখে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এ সময় আমার ব্যবহৃত মোবাইল ফোন চেক করে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পোস্ট শেয়ার করা ছিল। এ ছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার স্যারের সঙ্গে ছবি রয়েছে। এসব ছবি এবং ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় আমার ভিসা বাতিল করে বলে জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024