Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:৩৯, ৯ অক্টোবর ২০২৪

সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়

শ্রীমঙ্গলে খুদে বিজ্ঞানীদের পদচারণে মুখর বিজ্ঞান মেলা

দলীয়ভাবে শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট। ছবি: আই নিউজ

দলীয়ভাবে শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট। ছবি: আই নিউজ

‘বিজ্ঞান শিক্ষার অগ্রাধিকার, সমৃদ্ধ করবে জ্ঞানের ভান্ডার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

মূলত এসব বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের অনুসন্ধিত্সু মানসিকতা তথা বিজ্ঞানমনস্ক করে তোলে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে শহরের দেববাড়ি এলাকার সেন্ট মার্থাস হাই স্কুলের ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়।

সেন্ট মার্থাস হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ আরএনডিএম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার যোসেফ গমেজ ওএমআই, সদস্য জনক দেববর্মা প্রমুখ। পরে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন অতিথিরা।

বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের ৬৮টি দলীয় প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা দিচ্ছে মেধার পরিচয়। মেলায় শিক্ষার্থীরা 'পরিবেশ বান্ধব প্রকল্প, উদ্ভিদের বিভিন্ন অংশ, সৌর জগৎ, জেনারেটর, সিকিউরিটি এ্যালার্ট, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট মুক্ত শহর, মানবদেহ, আইসিটি ও পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছে শিক্ষার্থীরা। এরপর ছিল বিজ্ঞান মেলার সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আই নিউজ/আরএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়