Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর)

প্রকাশিত: ১৫:৪৭, ২ অক্টোবর ২০২৪

খানসামায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

দিনাজপুরের খানসামার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) সকালে অত্র বিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন করে। মানববন্ধনে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদেরসহ মনমোহন বিএসসি উপর হামলার নেতৃত্বে থাকা মতিয়ার বাঘা, লিটন মেম্বার, মিজানুর রহমানসহ জড়িত
সকল হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এ ঘটনায় শিক্ষক হামলায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়