Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ৫ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম বন্দরে আবারও জাহাজে আগুন, দগ্ধ হয়ে এক জনের মৃ-ত্যু 

আগুনে ক্ষতিগ্রস্ত বিএসসির মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ জাহাজ। ছবি- সংগৃহীত

আগুনে ক্ষতিগ্রস্ত বিএসসির মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ জাহাজ। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ নামের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম সাদেক মিয়া (৬০)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৃত ইউনুস মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বন্দরের উদ্ধারকারী জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্তত ৩৬ জনকে উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে একজনের মৃত্যু হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়