হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
বিদেশে পড়তে গিয়েও চাঁদাবাজির মামলা খেলেন ছাত্রদল নেতা মুসাব
রাণীশংকৈল উপজেলার সাবেক ছাত্রদল নেতা মুসাব ইবনে মাজেদ। ছবি- আই নিউজ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মুসাব ইবনে মাজেদ নামে উপজেলা ছাত্রদলের এক সাবেক ছাত্রনেতা এক বছর আগে স্টুডেন্ট ভিসায় বিদেশে পড়তে গিয়েও ২০২৪ সালের ৮ অক্টোবরের ঘটনা দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাজানো চাদাঁবাজির মামলা দায়ের করেছে একই উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও বিএনপি নেতা রুমানুর হাসান।
রোববার (২০ অক্টোবর) ভুক্তভোগী মুসাবের পিতা এ তথ্য জানান।
জানা গেছে, ২০২৩ সালে স্টুডেন্ট ভিসায় উচ্চ শিক্ষার জন্য ইউরোপের মালটা দেশে লেখাপড়া করতে যায় মুসাব।
কিন্তু হঠাৎ দেশে সরকার পট পরিবর্তনের ঘটনাকে কাজে লাগিয়ে গত ৮ অক্টোবর ২০২৪ ইং তারিখের ঘটনা দেখিয়ে তার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদাদাবী, মারপিট ও জমি দখলের অভিযোগ এনে ঠাকুরগাঁও জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ প্রসঙ্গে মুসাব ইবনে মাজেদের পিতা মাজেদুল ইসলাম আই নিউজ প্রতিনিধিকে বলেন, আমার ছেলে এক বছর আগে লেখাপড়ার জন্য বিদেশে গেছে কিন্তু বিএনপি নেতা রুমানুর হাসান কোর্টে ৪৪৭-৩২৩-৩৮৫-৫০৬(২) ধারায় একটি সাজানো মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে হয়রানিসহ সে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারছেনা।এতে তার লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে এবং সে মামলার ভয়ে দেশে আসারও সাহস পাচ্ছেনা। এছাড়াও বাদী কর্তৃক মাঝে মধ্যে আমাকেও ঘরবাড়ি ভাংচুর প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই আমি আদালতের কাছে এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে মামলার বাদী রুমানুর হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে ফেনে পাওয়া যায়নি। মামলা প্রসঙ্গে রাণীশংকৈল থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা এস আই সফি মুঠোফোনে বলেন, এ মামলার বিষয়টি আমার জানা নেই। ওসি স্যার বলতে পারবেন। তবে মিথ্যা মামলা করে কেউ লাভবান হতে পারবেনা।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024