Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

প্রকাশিত: ১৩:২০, ২৩ অক্টোবর ২০২৪

রাণীশংকৈলে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাত টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ঠাকুরগাঁও নবাগত জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানার সাথে সভায় বসেন সাংবাদিকরা।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে উপজেলার দুটি প্রেসক্লাবের প্রায় ৪০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার উপস্থিত ছিলেন। 

ইউএনও-র সঞ্চালনায় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো.বিপ্লব,রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী ও একে আজাদ, সাংবাদিক আবুল কালাম আজাদ,সোহরাব আলী,রফিকুল ইসলাম সুজন, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন প্রমূখ। সাংবাদিকরা তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক উল্লেখিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেইসাথে তিনি জেলার শিক্ষা-সংস্কৃতি, আইনশৃঙ্খলা, পরিবেশ, ভূমি ব্যবস্থার উন্নয়ন, ক্যাসিনো জুয়া প্রতিরোধসহ বন্যপ্রাণি সংরক্ষণে অগ্রাধিকার দিয়ে যথাসাধ্য পদক্ষেপ নেয়ার কথা বলেন। এসব ব্যাপারে  তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

একইসাথে তিনি সাংবাদিকদের তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং তাদের যথাসাধ্য সহযোগিতা করার কথা বলেন নবাগত জেলা প্রশাসক। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়