Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ২৬ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ক্ষতিগ্রস্থ আমন ধানের ক্ষেত, দুশ্চিন্তায়

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত ডিমলার কয়েক হেক্টর ধানি ক্ষেত। ছবি- আই নিউজ

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত ডিমলার কয়েক হেক্টর ধানি ক্ষেত। ছবি- আই নিউজ

বাংলাদেশের উপর কিছুটা হলেও প্রভাব ফেলেছে ঘুর্ণিঝড় দানা। ঝড়ো হাওয়া ও বৃষ্টির ফলে নীলফামারীর ডিমলায়  বেশকিছু আমন ধান নুয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষকের আমন ধানের ক্ষেত। লোকসানের দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। 

নীলফামারী ডিমলার দশটি ইউনিয়নে দেখা যায়, বিস্তীর্ণ এলাকায় মাঠের পর মাঠ সবুজ আমন ধানের ক্ষেত। আবহাওয়া অনুকুল থাকায় এ বছর আমন ধানের বাম্পার ফলনের আশা করছিলেন স্থানীয় কৃষকরা। কিন্তু, ঘুর্ণিঝড় দানার প্রভাবে অনেক কৃষকের জমির ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংঙ্খা রয়েছে। ধানের উৎপাদন খরচ তোলা নিয়ে সংশয় ও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। 

উপজেলার মধ্যম সুন্দর খাতা গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মনিরুল ইসলাম জানান, জমি বর্গা ও ঋণ করে তিন বিঘা জমিতে আমন ধান রোপন করেছি শীষ বের হয়েছে এমন সময় আমার জমির ধান মাটিতে পড়ে গেছে। কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারব কিনা জানিনা। 

এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আলী বান্না আই নিউজকে বলেন, চলতি আমন মৌসুমে উপজেলায় ২১, ২১৭ (একুশ হাজার দুইশত সতের) হেক্টর জমিতে আমন ধান রোপন হয়েছে । বৈরী আবহাওয়া এবং হালকা ঝড়ের কারনে উপজেলার রাস্তার পাশের আমন ধান গুলো শুয়ে পড়েছে। 

বর্তমান এই পেক্ষাপটে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা যারা আছেন কৃষি বিভাগ থেকে লজিং আপ করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। লজিং আপ হচ্ছে পাঁচসাতটি ধানের গোছা এক সাথে তুলে বেঁধে দড়ি বা সুতলি ছাড়াই খড় দিয়ে বেঁধে দিতে হবে। এটা বেধে দিলে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমাদের আর ক্ষয়ক্ষতির সম্ভাবনা নাই বলে তিনি জানান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়