Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ৩০ অক্টোবর ২০২৪

গরু চো`র সন্দেহে ৩ জনকে পিটিয়ে হ-ত্যা

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় গরু চো'র সন্দেহে ৩ জনকে পিটিয়ে হ-ত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার তুলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নি-হতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল ও নুরনবী। অন্য একজনের পরিচয় জানা যায়নি।

বুধবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেয় চার চোর। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পেয়ে যান। তার চিৎকারে এগিয়ে আসে আশপাশের লোকজন। এ সময় চার চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক গরু চুরি ঘটনা ঘটেছে।

নড়াইল সদর থানার ওসি মো.সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়