মো. হাবিবুল হাসান হাবিব, নীলফামারী
দেড় যুগ পর নীলফামারীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ছবি- আই নিউজ
দেড় যুগেরও বেশী সময় পর দেশের উত্তরের জনপদ নীলফামারী জেলায় মুক্ত ময়দানে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নীলফামারী পৌরসভা মাঠে আয়োজিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
নীলফামারী জেলা জায়ামাতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সমাবেশে জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সু-প্রতিবেশী সুলভ আচরণ পেতে চাই।
তিনি আরো বলেন, পাঁচ আগস্ট পতালক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম, হত্যা মামলা আছে, আদালত যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে আইনশৃঙ্খলা বাহীনির হাতে তুলে দিতে ভারতের প্রতি আহবান জানিয়েছেন।
পাঁচ আগষ্ট পরবর্তী পট পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর রক্তপাত এড়াতে দেশবাসী যে ধৈর্য্য ধারন করেছেন তারও প্রশংসা করেন জামায়াতের আমির। তিনি আরও বলেন, জামায়াত চায় না অন্যায়ভাবে দেশের একজন মানুষকেও হত্যা করা হোক।
দলটির সর্বোচ্চ নেতার আগমন ঘিরে নীলফামারী পৌরসভা মাঠে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত লক্ষাধিক নেতাকর্মীর ঢল নেমেছিল। নেতাকর্মীদের চোখেমুখে স্বস্তি আর রাজনীতির মাঠে দলটির সরব উপস্থিতি একদিকে নেতাকর্মীদের যেমন চাঙা করেছে তেমনি আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ সমাবেশ বাড়তি গুরুত্ব পাবে বলে মনে করেন দলীয় নেতা কর্মীরা।
এদিন সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য আব্দুর রশীদ, কর্মপরিষদ সদস্য মাহবুবর রহমান বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024