Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ২৬ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে আড়াই হাজরের অধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

একঝাঁক দক্ষ চি‌কিৎসকের মাধ‌্যমে চি‌কিৎসা সেবা ও ঔষধ বিতরণ। ছবি: আই নিউজ

একঝাঁক দক্ষ চি‌কিৎসকের মাধ‌্যমে চি‌কিৎসা সেবা ও ঔষধ বিতরণ। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শহরের কলেজ রো‌ডস্থ দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দেশের স্বনামধন‌্য একঝাঁক দক্ষ চি‌কিৎসকের মাধ‌্যমে চি‌কিৎসা সেবা ও ঔষধ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন কর‌েন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম‌্যান খাজা টিপু সুলতান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, জেমস ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী, গ্রান্ড সুলতান রিসোর্টের ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান প্রমূখ।

জানা যায়, জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্স শ্রীমঙ্গল শাখা থেকে অত্র অঞ্চলের দ‌রিদ্র পী‌ড়িত জনসাধারণের মাঝে দিনভর বিনামূল্যে চি‌কিৎসা সেবা ও ঔষধ সেবা কার্যক্রম কর্মসূচীর আয়োজন করা হ‌য়।

এই চিকিৎসা সেবা কার্যক্রমে রাজধানী ঢাকা ও সিলেটের স্বনামধন্য বিভিন্ন হাসপাতালের শিশুরোগ, স্ত্রী ও প্রসুতি, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্টেরোলোজি, ইউরোলজি, অর্থপেডিক্স, জেনারেল প্রেকটশনার, মেডিসিন, নাক-কান-গলা, নিওরোলজি বিভাগের ৩৯জন বিশিষ্ট স্বনামধন্য চিকিৎসকবৃন্দ এই কার্যক্রমে চিকিৎসা সেবায় অংশ নেন।

ফাউন্ডেশনের চেয়ারম‌্যান খাজা টিপু সুলতান বলেন, ‘খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের তিনটি কার্যক্রম নিয়ে আমরা ২০০১ সাল থেকে কার্যক্রম শুরু হয়। শ্রীমঙ্গলে প্রথমবারের মতো কার্যক্রম শুরু করলাম। তবে এটা অনেকটা চ্যালেঞ্জিং, ২৩শ পঞ্চাশ জনের মতো রেজিষ্ট্রেশন হয়ে গেছে। এছাড়াও হয়তো আরো সুযোগ থাকবে, তিন থেকে সাড়ে তিন হাজার রেজিষ্ট্রেশন হয়ে যাবে। প্রায় ৩৯ জনের মতো চিকিৎসক কাজ করছেন। আমি চাই, লোক সংখ্যা বাড়ানোর থেকে কোয়ালিটি পূর্ণ চিকিৎসা হোক।’

মূলত, খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন কাজ করছে তিনটি বিষয় নিয়ে। হেলথ্ সার্ভিস, স্বাবলম্বী করার একটা প্রকল্প ও আরেকটা হচ্ছে শুধুমাত্র সিরাজগঞ্জের জন্য স্কলারশিপ প্রোগ্রাম।

আই নিউজ/আরএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়