Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

প্রকাশিত: ০৮:২৩, ১০ আগস্ট ২০১৯
আপডেট: ০৮:২৩, ১০ আগস্ট ২০১৯

পাকিস্তানে নিষিদ্ধ বলিউডের সিনেমা

বলিউডের একটি বড় বাজার পাকিস্তান। শাহরুখ-সালমান-আমির খানের সিনেমার লাভের একটি বড় অংশ আসে পাকিস্তান থেকে। কিন্তু সেই লাভ এখন বন্ধ হলো। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর এবার ভারতীয় সিনেমাও নিষিদ্ধ করল পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য উপদেষ্টা ফেরদৌস আশিক আওয়ানের এক ঘোষণায় এ নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানের কোনও সিনেমা হলে বলিউড তথা ভারতীয় কোন সিনেমা দেখানো হবে না বলে জানিয়েছেন তিনি।

এদিকে পাকিস্তানের এই সিদ্ধান্তে খুশি নন বলিউড ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টরা। পরিচালক রাহুল ঢোলাকিয়া বলেন, ‘দুই দেশের মধ্যে সিনেমা বন্ধ করে কী হবে? দুই দেশের মধ্যে অভিনেতা, অভিনেত্রীদের নিষিদ্ধ করেই বা কী হবে, তেমনি সিনেমা বন্ধ করেও বা কী হবে? জঙ্গিদের নিষিদ্ধ করুন। যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ঘৃণা ছড়ায়, তাদের নিষিদ্ধ করুন, সিনেমাকে নয়।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়