মাদারীপুর প্রতিনিধি
আপডেট: ২০:৫৬, ৩ মে ২০২১
মাদারীপুরে স্পিডবোট ডুবি: নিহতদের বেশিরভাগের মাথায় ছিল আঘাত
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগের মাথায় আঘাত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয়সহ একাধিক সূত্রে জানা গেছে, সোমবার ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয় স্পিডবোটটি। বাংলাবাজার ঘাটের আধা কিলোমিটার আগে পুরাতন (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের কাছে এসে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে তলিয়ে যায় স্পিডবোটটি। এ ঘটনায় তিন শিশু ও দুই নারীসহ ২৬ জন মারা গেছেন।
দ্রুতগতির স্পিডবোটটি ধাক্কা লাগার কারণে বেশিরভাগ যাত্রীই মাথায় আঘাত পান। ফলে ঘটনাস্থলেই বেশীরভাগ যাত্রীর মৃত্যু হয়। শিশুসহ পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় জাহাঙ্গীর নামে এক ডুবুরি বলেন, স্পিডবোটটি দ্রুতগতিতে এসে বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায়, ফলে যাত্রীরা মাথায় আঘাত পেয়ে মারা গেছে।
আব্দুল করিম নামের স্থানীয় এক যুবক বলেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির ধাক্কা লাগার কথা নয়। সম্ভবত চালকের চোখে ঘুম ছিল। এ কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বাল্কহেডের এক কর্মচারী জানান, ভোর ৬টার আগে হঠাৎ করেই বিকট শব্দে স্পিডবোটটি এসে ধাক্কা খায় বাল্কহেডের সঙ্গে। অথচ স্পিডবোটটি নদীর মাঝ বরাবর যাওয়ার কথা ছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, নিহতদের অনেকেই মাথায় আঘাত ছিল।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024