Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

প্রকাশিত: ০৫:০৩, ২৯ আগস্ট ২০১৯
আপডেট: ০৫:০৩, ২৯ আগস্ট ২০১৯

এরশাদের আসনে ফরম সংগ্রহ করেলন ভাগ্নি টুম্পা

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার ভাগ্নি মেহেজেবুন নেছা টুম্পা দলের মনোনয়ন ফরম কিনেছেন।

বুধবার বিকেলে জাতীয় পার্টির বনানীর কার্যালয় থেকে মেহেজেবুনের পক্ষ ফরম সংগ্রহ করেন তার বড় ভাই ও দলের সাংসদ আজিজুর রহমান।

এরশাদের বোন মেরিনা গত সংসদে জাতীয় পার্টি থেকে এমপি ছিলেন। মেহেজেবুন নেছা মেরিনা রহমানের মেয়ে। মেহেজেবুনের বাবা আসাদুর রহমানও এমপি ছিলেন।

এছাড়া পার্টির বনানীর অফিস থেকে বুধবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর। এর একদিন আগে দলীয় ফরম সংগ্রহ করেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।

গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর গত ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়।

ইসি কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার দিন থেকে ৯০ দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়