Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৭, ৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৫:৫৮, ৯ ডিসেম্বর ২০২১

নালায় নিখোঁজ শিশু কামালের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ মো. কামাল (১০) নামের শিশুটির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের মুরাদপুর এন মোহাম্মদের সামনে মির্জা খালে নিখোঁজ শিশুটির মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রবিউল আজম বলেন, আজ সকাল ৮টা থেকে আমরা আবার উদ্ধার অভিযান শুরু করি। এরপর বেলা সাড়ে ১১টার পর মরদেহটি মির্জা খালে ভেসে থাকতে দেখি। পরে লাশটি খাল থেকে উদ্ধার করে উপরে আনা হয়।

আরও পড়ুন- চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ

তিনি বলেন, পানির স্রোতে ষোলশহর থেকে মরদেহটি মুরাদপুরের দিকে চলে এসেছে বলে ধারণা করছি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে খাল থেকে খেলনা তুলতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হয় কামাল। সোমবার পড়ে নিখোঁজ হলেও পরিবার থেকে বিষয়টি মঙ্গলবার ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন- সিলেট ওসমানী মেডিকেল কলেজে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট

উল্লেখ্য, গত ৩০ জুন চশমা খালে যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশা পড়ে দুজন নিহত হন। ২৫ আগস্ট মুরাদপুরে ব্যবসায়ী সালেহ আহমদ নিখোঁজ হন। তার মরদেহ এখনও পাওয়া যায় নি। গত ২৭ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে নালায় পড়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া। এবার দশ বছরের শিশু কামাল। 

আইনিউজ/এসডিপি 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়