নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৫:১১, ১৯ মার্চ ২০২২
নারায়ণগঞ্জে গণধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের শাসনের বাগ গ্রামে এক গার্মেন্টস কর্মী (১৯) গণধর্ষণের শিকার হয়েছেন। অভাব-অনটন এবং অসুস্থ পিতার চিকিৎসা করার বাসনায় অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় আদম ব্যবসায়ীর পাল্লায় পরে ধর্ষণের শিকার হতে হয় তাকে।
গত ১৩ মার্চ আদম ব্যবসায়ী হাজী মো. রহিম বাদশার বাড়িতে গণধর্ষণের শিকার হন ওই গার্মেন্টস কর্মী। এ ঘটনায় ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে হাজী মো. রহিম বাদশা ও তার আরেক সহযোগীকে আসামি করে বন্দর থানায় 'নারী ও শিশু নির্যাতন দমন আইন' একটি মামলা দায়ের করেন।
জানা যায়, ধর্ষণের শিকার তরুণী বরগুনা জেলার সদর থানার বাসিন্দা। গার্মেন্টসে চাকুরী করার সুবাদে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বরপা'র শান্তিনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। অভাব-অনটনে বিদেশ যাবার ইচ্ছে পোষণ করলে তারই কোন এক সহকর্মী আদম ব্যবসায়ী হাজী মো. রহিম বাদশার ফোন নম্বর জোগাড় করে দেন।
পরিচিত হবার সূত্র ধরে ধর্ষক হাজী রহিম বাদশা তরুণীকে ৩০ হাজার টাকার বিনিময়ে আকর্ষণীয় বেতনে খুব অল্প সময়েের মধ্যে সৌদি আরব পাঠিয়ে দিবেন বলে তার বাড়িতে দেখা করতে বলেন। কথামতো ভুক্তভোগী তরুণী ১৪ মার্চ সোমবার সকালে তার বাড়িতে ৩০ হাজার টাকা নিয়ে দেখা করতে আসেন। আদম ব্যবসায়ী রহিম এ সময় নির্যাতনের শিকার তরুণীর সাথে বিদেশ যাওয়া নিয়ে কথা বলার ফাঁকে কৌশলে তারই আরেক সহযোগী ধর্ষককে ডেকে আনেন।
অজ্ঞাত ওই ধর্ষক বাড়িতে প্রবেশের কিছু সময় পরই নির্যাতনের শিকার গার্মেন্টস কর্মীকে নানান ভাবে কু প্রস্তাব দিতে শুরু করেন। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় অজ্ঞাত ওই ধর্ষক রেগে যান এবং গার্মেন্টস কর্মীর ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বকহাজী মো. রহিম বাদশা ও তার সহযোগী মেয়েটিকে পালাক্রমে একাধিক বার ধর্ষণ করেন। পরে নির্যাতিতার কাছে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মেয়েটিকে বের করে দেন। বের করে দেবার সময় দুই ধর্ষক হুমকি দেন চুপচাপ রূপগঞ্জে ফিরে যেতে, নয়তো জানে মেরে ফেলা হবে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানিয়েছেন, মুছাপুরের শাসনের বাগে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই ধর্ষক হাজী মো. রহিম বাদশা ও সহযোগীকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024