নিজস্ব প্রতিবেদক
নারী ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যা করেন ৬০ বছর বয়সী বৃদ্ধ
বগুড়ার ধুনটের এক নারী ইউপি সদস্য হত্যার মূলহোতা আব্দুল লতিফ শেখ (৬০)-কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, ওই নারী ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যা করে লতিফ গাঁ ঢাকা দিতে প্রথমে শ্রমিক হিসেবে নোয়াখালীতে কিছুদিন ছিলেন। এরপর মুন্সিগঞ্জে চলে যান। শুক্রবার র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
এর আগে, গত বছরের ২২ সেপ্টেম্বর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামের একটি ইটভাটার পাশে গলায় ওড়না পেঁচানো ওই নারী ইউপি সদস্যের অর্ধগলিত লাশ পাওয়া যায়। পরে লাশটি মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য বলে নিশ্চিত করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম। পরদিন ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই বাদী হয়ে ধুনট থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার লতিফ ধুনটের মৃত আহাদের ছেলে। সে ছোটবেলা থেকে ফার্নিচার তৈরির কাজ করত। তার বিরুদ্ধে ২০০৯ সালেও বগুড়ায় একটি ধর্ষণ মামলা রয়েছে এবং ওই মামলায় তিনি সাত মাস কারাভোগ করেছেন। লতিফের সাথে ওই নারী ইউপি সদস্যের পরিচয় হয় হত্যার প্রায় সাত মাস আগে। এরপর থেকেই লতিফ ওই নারীর সাথে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করে। তারা বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করেছে। গত বছরের ১৮ সেপ্টেম্বর লতিফ ওই নারীকে মথুরাপুর এলাকার একটি ইটভাটার পাশে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পানীয়ের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী তাকে বাধা প্রদান করেন। এরপরেও লতিফ তাকে ধর্ষণ করে। পরে ওই ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে লাশ একটি ইটভাটার পাশে রেখে পালিয়ে যায়। এরপর কেউ যাতে তাকে সন্দেহ না করে, এজন্য লতিফ কৌশলে মৃতদেহটি উদ্ধার কাজে স্থানীয়দের সহায়তা করে। পরে ওই নারীর দাফনেও অংশগ্রহণ করেন তিনি। এর কয়েকদিন পর তিনি নিজ এলাকা থেকে পালিয়ে নোয়াখালীতে যান। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। এর কিছুদিন পর মুন্সিগঞ্জে গিয়ে আত্মগোপন করেন।
র্যাব বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, ধর্ষণের বিষয়টি যাতে কেউ না জানে- এ জন্যই তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে লতিফ।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024