আখাউড়া প্রতিনিধি
আপডেট: ২০:৪৫, ৫ জুলাই ২০২২
আখাউড়া পশুর হাটের আকর্ষণ ৩২ মণ ওজনের সম্রাট
গরুর মালিক গরুটির দাম চাইছেন ১০ লক্ষ টাকা
কোরবানির ঈদ যতো ঘনিয়ে আসছে কোরবানির পশুর বাজারে ভিড় বাড়ছে ততোই। ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও জমে ওঠেছে আখাউড়া পশুর হাট। পৌরশহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠের পশু হাটে মঙ্গলবার সকাল থেকে পশু উঠতে থাকে। আর এসব পশুর মধ্যে সবকিছুকে বাদ দিয়ে আলোচনায় আছে বিশালাকায় গরু সম্রাট।
সাদা কালো ফিজিয়ান জাতের বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ক্রেতাদের আগ্রহ মাঝারি-ছোট গরুর দিকে থাকলেও তারাও আসছেন একনজর সম্রাটকে দেখার জন্য। কেউ কেউ গরুটির সাথে সেলফি নিতেও বিলম্ব করছেন না।
আখাউড়া বাজারে স্থানীয় খামারিসহ দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে উপস্থিত হয়। মাঠজুড়ে শুধু গরু আর গরু। লাল, কালো, সাদা মিশ্র রঙের ছোট বড় গরুতে সয়লাব কলেজ মাঠ। সেই সঙ্গে পশুর হাটে প্রচুর সমাগম ঘটে। সাপ্তাহিক পশুর হাট বসে বিধায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতা আসেন। তবে, ঈদের এখনো ৫ দিন বাকি থাকায় বেচাকেনা কিছুটা কম হচ্ছে, ক্রেতারাও ছাড়তে চাইছেন না, আবার বিক্রেতাও ঘুরে ঘুরে দর দাম যাচাই দেখে সময় কাটাচ্ছেন।
অপরদিকে সম্রাট নামক ষাঁড়টির মালিক কসবা উপজেলার টিঘরিয়া গ্রামের খামারি শাকিল আহমেদ বলেন, গরুটির ওজন প্রায় ৩২ মণ। তিন বছর ধরে তিনি গরুটিকে পালন করছেন। দেশীয় খাবার খাইয়েছেন কোনো কৃত্রিম খাবার দেননি। গরুটির দাম চান ১০ লক্ষ টাকা।
বেলা ১টা পর্যন্ত ৬ লক্ষ টাকা দাম হয়েছে বলে তিনি জানান। তবে, আর কিছু দাম বেশি পেলে তিনি গরুটি বেঁচে দেবেন বলে জানান।
এদিকে গরুর সামনে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল মিয়া বলেন, গরুটি খুবই বড়। এত বড় গরু আগে আর দেখিনি। যেমন বড় তেমনি উঁচু এবং লম্বা। এর স্বাস্থ্যও বেশ মোটাতাজা।
গরু কিনতে আসা আব্দুল মমিন বাবুল বলেন, গরু দেখছি। এখনই পছন্দ করতে পারিনি। তবে এ পর্যন্ত বাজারে গরুর দাম বেশি বলেই মনে হচ্ছে।
আইনিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024