ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট: ২০:৪৪, ৫ জুলাই ২০২২
কোরবানি হাটে ৬০০ কেজির ‘জায়েদ খান’
জায়েদ খান নামের এ গরুর ওজন ৬০০ কেজি বলে জানিয়েছেন গরুর মালিক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর কোরবানির পশুর হাটে জোর সোরগোল ওঠেছে জায়েদ খানকে নিয়ে। ক্রেতাদের কেউ কেউ ১ লাখ ৮০ হাজার দিয়ে কিনে নিতে চাইছেন জায়েদ খানকে। কিন্তু মালিকের দাবি ৩ লাখ টাকা। গরুটিকে দেখতে ভিড় জমিয়েছেন বাজারে আসা সকলেই। ৬০০ কেজি ওজনের এ গরুর নাম গরুর মালিক রেখেছেন জায়েদ খান।
ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে সম্রাট, রাজাবাবু, টাইগারবাবু, টিটুসহ নানা ধরনের নাম দিয়ে থাকেন খামারিরা। এ ভাবনা থেকেই নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া নিজের লালনপালন করা এই ষাঁড়ের নাম রেখেছেন ‘জায়েদ খান’।
মঙ্গলবার (৫ জুলাই) নবীনগর উপজেলার আহাম্মদপুর কোরবানির পশুর হাটে জায়েদ খানকে বিক্রির জন্য তোলা হয়েছে। প্রাথমিকভাবে গরুটির দাম হাঁকা হচ্ছে ৩ লাখ টাকা।
জায়েদ খান নামক গরুটির মালিক ইউনুস মিয়া বলেন, ‘এবার কোরবানির পশুর হাটে তোলার জন্য আমার খামারে ২২টির বেশি গরু লালনপালন করেছি। খামারের বড় গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। “জায়েদ খান”-এর নামও আকর্ষণীয় করে তুলতেই দিয়েছি।’
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এবার ৮০টি পশুর হাট বসবে। এসব হাটে অন্তত ৭০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে জেলাজুড়ে এবার কোরবানির জন্য ১ লাখ ৭০ হাজারেরও বেশি পশুর চাহিদা রয়েছে।
আইনিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024