নিজস্ব প্রতিবেদক
মৃত ফকিরের ঘরে আড়াই কোটি টাকা, শেষ ইচ্ছা ছিলো মসজিদ তৈরি
কুমিল্লার তিতাস উপজেলায় ‘বিশা পাগলা’ নামে এক ব্যক্তির ঘর থেকে নগদ ২ কোটি ৪৫ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ স্বর্ণালংকার উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছে এলাকাবাসী। যার ঘরে এই বিপুল পরিমাণ টাকা মিলেছে, এলাকায় তিনি ফকির হিসেবে পরিচিত ছিলেন।
বুধবার সকালে (১৩ জুলাই) জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর মাজার এলাকায় বিশা পাগলার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস।
পরিবারের সদস্যরা জানান, মৃত আমির হোসেন ওরফে বিশা পাগলার শেষ ইচ্ছা ছিল একটি মসজিদ তৈরির করার। আমরা আশা করব ওনার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে একটি সুন্দর মসজিদ তৈরি হবে, পাশাপাশি তিতাস উপজেলায় যেহেতু কোনো বৃদ্ধাশ্রম নেই প্রয়োজনে একটি বৃদ্ধাশ্রম তৈরি হতে পারে। উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে সবকিছু ওনার ওয়ারিশদের নিকট বুঝিয়ে দেওয়া হচ্ছে।
- আরও পড়ুন- টানা ১৫ মিনিট অধ্যক্ষকে পেটালেন এমপি
স্থানীয় সূত্র জানায় যায়, তিতাসের গাজীপুর গ্রামের মরহুম হাজি আমির হোসেনের (বিশা পাগলা) ঘরে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে এমন খবর পেয়ে বুধবার সকাল থেকে এলাকার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীসহ শত শত নারী-পুরুষ তার বাড়িতে সমবেত হয়। উক্ত টাকা উপস্থিত সবার সামনে বস্তাবন্দী করে মৃত বিশা পাগলার বিল্ডিংয়ের একটি রুমে তালাবদ্ধ করে পুলিশ পাহারায় রাখা হয়েছে।
পুলিশ জানায়, মৃত আমির হোসেন ওরফে বিশা পাগলার ঘরে রেখে যাওয়া স্টিলের আলমারি থেকে প্রায় ২ কোটি ৪৫ লাখ নগদ টাকা, ৫-৬ ভরি স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়।
কিছুদিন আগে আকস্মিক মারা যান আধ্যাত্মিক সাধক বিশা পাগলা। অসংখ্য ভক্তবৃন্দ ছিলেন তার জীবদ্দশায়। ধারণা করা হচ্ছে-এসব টাকা স্বর্ণা লঙ্কার তাকে তার ভক্তরা দিয়েছিলেন।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024