মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারের গাড়ি উল্টে নিহত ২

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দুর্ঘটনাটি ঘটে
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি পিকআপ ভ্যান উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। দুর্ঘটনার পর বেশ কিছুসময় সেতু দিয়ে ঢাকামুখী যানচলাচল বন্ধ ছিলো।
রোববার (১৭ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সেতুর মুন্সীগঞ্জ অংশে ১৩ নম্বর পিয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দু’জন মো. রাজু খন্দকার ও মো. কাউসার। তাদের মধ্যে কাউসার ওই পিকআপের হেলপার ও রাজু পিকআপের মালিকের ভাই বলে জানা গেছে।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আলমগীর হোসেন বলেন, পদ্মা সেতু হয়ে শরীয়তপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল সিলিন্ডার বোঝাই পিকআপটি। পথে সেতুর ১৩ নম্বর পিয়ারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। খবরে পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে রেকার দিয়ে পিকআপ ভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরই সেতু দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জানান, পদ্মা সেতুতে দুর্ঘটনার শিকার পাঁচ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। বাকি তিন জনের শরীরে বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে) রেফার্ড করা হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজ ভিডিও
নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী
মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024