প্রবাস ডেস্ক
প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন চেষ্টার অভিযোগে মো. আমানুল্লা নামে নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী সোমবার রাতে এ ব্যাপারে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আমানুল্লার বাড়ি উপজেলার খোষকান্দি গ্রামে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার এক সৌদিপ্রবাসীর স্ত্রী গত ২৬ জুন স্বামীর বাড়ি থেকে মামার বাড়ি যান। সঙ্গে তার এক চাচাশ্বশুরও যান। সেখানে কাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে স্বামীর বাড়িতে ফেরার পথে নূর মোহাম্মদ ওই গৃহবধূ ও তার চাচাশ্বশুরকে ভয়ভীতি দেখিয়ে রাস্তায় আটকে রাখেন। পরে ফোনে আমানুল্লাকে আসতে বলেন নূর মোহাম্মদ। আমানুল্লা আসার পর গৃহবধূর চাচাশ্বশুরকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন তারা। পরে নূর মোহাম্মদ ও আমানুল্লা গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় তারা ভিডিও করেন এবং বাড়াবাড়ি করলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। ৪/৫ দিন ধরে ওই দু'জন আবার শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ওই গৃহবধূকে চাপ দিতে থাকেন। এতে রাজি না হলে তারা আগের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন।
এ বিষয়টি গৃহবধূ তার ভাই-ভাবি ও স্বজনদের জানান। গত সোমবার গৃহবধূ ওই দুজনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে আমানুল্লাকে রাতেই গ্রেপ্তার করে। পরে আদালত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠান।
ওই গৃহবধূ জানান, মামার বাড়ি থেকে ফেরার পথে আটকে রেখে নুর মোহাম্মদ ও আমানুল্লা তাকে ধর্ষণ এবং ভিডিও করে। ওই ভিডিও দেখিয়ে আবার শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। তারা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি দেয়। বিষয়টি পরিবারকে জানিয়ে তিনি থানায় মামলা করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024