Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৮, ৩ আগস্ট ২০২২

হোটেলের রুমে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

বগুরা জেলা শহরের শ্যামলী আবাসিক হোটেলের রুম থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম তানভীর-উল ইসলাম (২৪)।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেল সোয়া তিনটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, তানভীরুল বরগুনার বামনার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তিনি কেন বগুড়ায় এসেছিলেন সে ব্যাপারে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ কোনো তথ্য জানাতে পারেনি।

সোমবার (১ আগস্ট) রাত দেড়টার দিকে শ্যামলীর আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন তানভীর। পরে দুপুর পর্যন্ত তার রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে রুমের দরজা ভাঙে এবং ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।

পরে লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বগুরা সদর থানার ওসি সেলিম রেজা জানান, ঝুলন্ত অবস্থায় তানভীরুলের লাশ উদ্ধার করা হয়। তিনি কোন উদ্দেশ্যে বগুড়ায় এসেছিল্রন এবং কেন আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়