ঠাকুরগাঁও প্রতিনিধি
ভূয়া ডাক্তার
৫ম শ্রেণী পাশ, নেই কোনো ডিগ্রি, তবু তিনি ডিগ্রিধারী ডাক্তার
সাইনবোর্ডে লেখা আছে, ‘ডা. মো. নুরুজ্জামান (বাবলু), ডি.এম.এফ ঢাকা
নাম তার মো. নূরুজ্জামান (বাবলু), পড়ালেখা করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত। কিন্তু প্রতারণা করার জন্য নামের আগে ‘ডা.’ লাগিয়ে নিয়েছেন নিজেই। কোনো ডিগ্রির ধারেকাছে নয়া ঘেঁষলেও ডিগ্রিধারী ডাক্তার তিনি। করছেন নিয়মিত প্রচারণাও।
খোলাবাজারে সবার চোখের সামনে এভাবেই প্রতারণা করে যাচ্ছেন একজন ভূয়া ডাক্তার। নিয়মিত রোগীও দেখছেন তিনি। প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সব ধরনের ওষুধ। তার প্রেসকিপশন অনুযায়ী কাছে চিকিৎসা নিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নবাসীর।
স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন বাজারের ‘ডা.’ মো: নূরুজ্জামান (বাবলু) পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে হয়ে গেছেন ডিগ্রিধারী ডাক্তার। প্রতিনিয়ত গ্রামের সহজ সরল মানুষকে ঠকিয়ে হরহামেশায় প্রতারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
রায়পুর ইউনিয়নের দেহন বাজারের কথিত ওই ডাক্তারের ওষুধের দোকানের সঙ্গেই লাগানো আছে একটি সাইনবোর্ড। সাইনবোর্ডে লেখা আছে, ‘ডা. মো. নুরুজ্জামান (বাবলু), ডি.এম.এফ ঢাকা, এখানে সুন্নতে খাৎনা দেওয়া হয়। নাকের পলিপাসের চিকিৎসা করা হয়। চর্ম ও যৌন চিকিৎসা দেওয়া হয়। মা ও শিশু মেডিসিন চিকিৎসক। প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত ও বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখা হয়।’
এ ব্যাপারে এলাকায় নিয়মিত মাইকিংও করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
ভূয়া এই ডাক্তারের চিকিৎসা নেওয়া ভুক্তভোগী আ. রাজ্জাক বলেন, ‘আমার প্রচুর জ্বর হয়েছিলো। আমি তার কাছে চিকিৎসা নিতে গেলে তিনি আমাকে কিছু হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দেয়।’
আরেক ভুক্তভোগী রাবেয়া খাতুন বলেন, ‘আমি মাথা ব্যথার কথা জানিয়ে তার কাছে ওষুধের পরামর্শ চাই। তিনি অনেকগুলা ওষুধ লিখে দেন। তবে সুস্থতার বদলে আমি আরও অসুস্থ হয়ে পরি। পরে শহরের এক মেডিসিন চিকিৎসকের শরণাপন্ন হই। সেই ডাক্তার পূর্বের খাওয়া ওষুধপত্র ভুল ছিলো বলে জানান।’
এলাকার ব্যবসায়ী আলতাফুর বলেন, ‘বাবুল আমাদের সামনেই বড় হয়েছে। আমরা জানি ও প্রাইমারি স্কুলের গন্ডি পার করেনি। তাই আমরা তার কাছে চিকিৎসা নেই না। তবে অনেকে অজান্তে চিকিৎসা নিতে এসে প্রতারণার স্বীকার হচ্ছে। চিকিৎসার মতো এ রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাবধান থাকা উচিত।’
ডাক্তার বাবলুর পড়ালেখা বা কোনো প্রশিক্ষণের কাগজ দেখতে চাইলে, নেই বলে অকপটে স্বীকার করেন বাবলু। সেই সঙ্গে চেম্বারের পাশে থাকা ওষুধের দোকানের লাইসেন্সও নেই বলে স্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘যেখানে ব্যানার বানানো হয়েছে, সেখানে ভুল করে ডা. লিখে ফেলছে। আর এই এলাকার আশেপাশে কোনো ডাক্তার নেই। তাই আমি যা চিকিৎসা দিচ্ছি তাতে মানুষের উপকার হচ্ছে।’
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জোহা জানান, চিকিৎসার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো সমঝোতার সুযোগ নেই। বিষয়টি জানা ছিলো না। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
- যাত্রীবাহী বাসে ডাকাতি-ধর্ষণ: মূলহোতাসহ ১০ আসামি ডিবির হাতে
- মানি লন্ডারিং করে টাকার পাহাড় গড়েছেন সাবেক মন্ত্রীর এপিএস
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
ফেসবুক গ্রুপ থেকেও আয় করা যাবে টাকা ।। Facebook Marketing ।। Facebook Meta ।। EYE NEWS
শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024