আইনিউজ ডেস্ক
রাজধানীতে এটিএম বুথে ছিনতাই, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা
![ছুরিকাঘাতের ঘটনাস্থল। ছবি: সংগৃহীত ছুরিকাঘাতের ঘটনাস্থল। ছবি: সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2021April/uttara-atm-booth-attack-eyenews-2208121457.jpg)
ছুরিকাঘাতের ঘটনাস্থল। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে মো. শরিফ উল্লাহ (৪৪) নামের একজন টাইলস ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুস সামাদ (৩৮) নামের ওই ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করা হয়।
পরে পুলিশে সোপর্দ করেছেন একজন নিরাপত্তাপ্রহরী ও জনতা। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার সময় এই ঘটনা ঘটে। ঘটনার পর পর গুরুতর জখম অবস্থায় শরিফকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গভীর রাতে শরিফ উল্লাহ উত্তরা ১২ নম্বর সেক্টরের রোড ৬/সির ২৪ নম্বর প্লটের ব্যবসা প্রতিষ্ঠান জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানেটারি থেকে বাসায় যাওয়ার সময় এটিএম বুথে টাকা তুলতে ঢোকেন।
এ সময় এটিএম বুথে আব্দুস সামাদ নামে এক ছিনতাইকারী ঢুকে ধারাল ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। শব্দ পেয়ে নিরাপত্তা প্রহরী ঘটনাস্থলে গেলে আব্দুস সামাদ দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর তাকে ধাওয়া করে জমজম টাওয়ারের সামনে থেকে ধরে ফেলেন ওই নিরাপত্তা প্রহরী। পরে আমাদের খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার কাছ থেকে ধারাল অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সকালে ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বড় ভাই জাকির হোসেন।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024