Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

মো. হাবিবুল হাসান হাবিব, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২২

পাঁচ পা নিয়ে জন্ম নিলো বাছুর! দেখতে মানুষের ভিড়

বাছুরটির ঘাড়ের দিকে অতিরিক্ত একটি পা আছে

বাছুরটির ঘাড়ের দিকে অতিরিক্ত একটি পা আছে

নীলফামারীতে একটি গাভী পাঁচ পা ওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। আর এই খবরটি ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য এলাকার সাধারণ মানুষ বাছুরটিকে দেখতে দেখার জন্য দূর-দূরান্ত থেকে এসে ভিড় জমাচ্ছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকার সামছুজ্জামান শাহিনের গৃহপালিত গাভীটি পাঁচ পা বিশিষ্ট একটি বাছুরটির জন্ম দেয়।

গাভীর মালিক সামছুজ্জামান শাহিন জানান, শনিবার দুপুরে আমার গাভিটি একটি বাছুর জন্ম দেয়। আমরা সদ্য জন্ম নেয়া বাছুরটির পাঁচটি পা দেখতে পাই। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের উপর থেকে আরেকটি অতিরিক্ত পা নিয়ে জন্মগ্রহন করে বাছুরটি।

তিনি জানান, চিকিৎসক জানিয়েছে পাঁচ পা থাকার পরেও কোন সমস্যা হবে না। বাছুরটি সুস্থ্য ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ বিষয়টা সচরাচর দেখা যায় না। তবে সেরকম কোন সমস্যা হবে না। শরীরের সকল অঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তবে ওই পা টি বাড়বে না।

তিনি আরো বলেন, যদি অপারেশন করার মতো হয় তাহলে আমরা অপারেশন করার সাধ্যমত চেষ্টা করব।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়