নাটোর প্রতিনিধি
আপডেট: ১৬:৫৪, ২ অক্টোবর ২০২২
নাটোরে ছাত্রীকে নিয়ে পালিয়ে গেলেন প্রধান শিক্ষক!
![প্রধান শিক্ষক এবং তার ভাই একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে যান প্রধান শিক্ষক এবং তার ভাই একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে যান](https://www.eyenews.news/media/imgAll/2021April/স্কুলছাত্রীকে-নিয়ে-ভেগে-গেলেন-প্রধান-শিক্ষক-eyenews-2210021652.jpg)
প্রধান শিক্ষক এবং তার ভাই একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে যান
নাটোরে স্কুলছাত্রীকে অপহরণ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে ওই ছাত্রীর মা নাদিরা বেগম বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে নিয়ে পালিয়ে যান।
ওই প্রধান শিক্ষকের নাম ফিরোজ আহমেদ (৪৮)। তিনি নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
মেয়েটির পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে ওই ছাত্রী ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরীক্ষা শেষে ওই ছাত্রী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে তার এক আত্মীয় কাছ থেকে জানতে পারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার ভাই একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে গেছে। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্কুলছাত্রীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন।
ওইদিন রাত ১০টার দিকে স্কুলছাত্রীকে ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে গুরুদাসপুর থানায় ওই স্কুলছাত্রীর মা শিক্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বারবার কল কেটে দেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল মতিন জানান, ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছেন। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। খুব শিগগিরই খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar
বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar
মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা
মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024