হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
রাণীশৈংকৈলে
শিক্ষক হ ত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
![এলাকাবাসীসহ শিক্ষিত, সুধীজনদের বিক্ষোভ। ছবি- প্রতিনিধি এলাকাবাসীসহ শিক্ষিত, সুধীজনদের বিক্ষোভ। ছবি- প্রতিনিধি](https://www.eyenews.news/media/imgAll/2021April/ঠাকুরগাঁও-রাণীশৈংকৈলে-শিক্ষক-হত্যার-প্রতিবাদ-eyenews-2211071752.jpg)
এলাকাবাসীসহ শিক্ষিত, সুধীজনদের বিক্ষোভ। ছবি- প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অলোচিত হ ত্যা কা ণ্ড হোসাইন আলী নামে এক কোচিং শিক্ষককে হত্যা করায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সন্দেহজনক ৭ জন আসামীকে গ্রেপ্তার করে তিন দিন থানায় রেখে আবার ছেড়ে দেওয়ার প্রতিবাদ করেন এলাকাবাসী।
আজ সোমবার (৭ নভেম্বর) ভরনিয়া সম্পদবাড়ী এলাকাবাসীর উদ্যোগে সকাল ১১ টায় রাণীশংকৈলে পৌরশহরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে এদিন প্রায় তিন শতাধিক পুরুষ-নারী, ছাত্র-ছাত্রী, শিক্ষক মিলে, বিভিন্ন ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের প্রধান সড়ক দিয়ে থানা চত্বরে যায়। সেখানে প্রায় আধাঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে আবারো বিক্ষোভ করে। উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ভাইসচেয়াম্যান শেফালি বেগম, ধর্মগড় ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যন আবুল কাশেম, ধর্মগড় ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যন শফিকুল ইসলাম মুকুল, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সহকারী শিক্ষক মোকসেদ আলী, নিহত শিক্ষকের বাবা নুরুল হক এবং মা হোসনা খাতুন ।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা পুলিশ প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমিটাম দিয়ে বলেন, যদি সময়ের মধ্যে আসামী ধরতে গড়িমসি করা হয়। তাহলে ধর্মগড়, কাশিপুরবাসীসহ রাণীশংকৈল আ’লীগ যুবলীগ ও এলাকাবাসি মিলে রাণীশংকৈল উপজেলাকে অচল করে দেওয়া হবে। হরতাল দেওয়া হবে। অতত্রব কোন গড়িমসি না করে দ্রুত আসামীদের গ্রেপ্তার করুন।
নিহত শিক্ষকের মা হোসনা বলেন, কারা হ ত্যা করেছে আমরা বুঝতে পারছি, সন্দেহজনক ব্যক্তিদের নাম পুলিশকে বলেছি। তারপরেও তারা আসামী ধরে ছেড়ে দিচ্ছে কেন? তাহলে কি টাকার বিনিময়ে আসামীদের ছেড়ে দেওয়া হচ্ছে। ছেলে হ ত্যা র বিচার কি তাহলে আমরা পাবো না। তিনি অবিলম্বে ছেলে হ ত্যা র আসামীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর সকালে ভরনিয়া রাস্তা সংলগ্ন ধান খেতে একই ইউনিয়নের ভরনিয়া চেংমারী এলাকার নুরুল হোসেনের ছেলে হোসাইন আলীর ম র দে হ উ দ্ধা র করে পুলিশ। সে সময় নিহতের পরিবার দাবী করেন এটি পরিকল্পিত হ ত্যা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে বলেন, আগামী ৭২ ঘন্টা নয়- ৪৮ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
মানববন্ধন শেষে রাণীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের রবাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি পেয়ে ইউএনও বলেন, স্মারক লিপি পেয়েছি। বিষয়টির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত প্রদক্ষেপ নেয়া হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024