কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
মাত্র ২০০ টাকার জন্য পরিবার মিলে বৃদ্ধকে হ ত্যা!
![ঘটনায় অভিযুক্ত আইচ উদ্দিন ঘটনায় অভিযুক্ত আইচ উদ্দিন](https://www.eyenews.news/media/imgAll/2021April/২০০-টাকার-জন্য-বৃদ্ধকে-পিটিয়ে-হত্যা-eyenews-2211091033.jpg)
ঘটনায় অভিযুক্ত আইচ উদ্দিন
বালু বিক্রির পাওনা মাত্র ২০০ টাকা চাইবার জন্য দেনাদারের কাছে গিয়েছিলেন জন্য শাহজাহান মিস্ত্রি (৬৫) নামের এক বৃদ্ধ মিস্ত্রি। কিন্তু এই ২০০ টাকা না দিয়ে দেনাদার পরিবারের সবাই মিলে শাহজাহান মিস্ত্রি নামের ওই বৃদ্ধকে আহত করে ফেলে যান। পরে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শাহজাহান কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পাঁচ মাস আগে শাহজাহান মিস্ত্রি তার পাশের বাড়ির মৃত গনজ আলীর ছেলে আইচ উদ্দিনের বাড়ির কাজের জন্য ৪ হাজার টাকার বালু নেন। পরবর্তীতে শাহজাহান ৩ হাজার আটশত টাকা আইচ উদ্দিনকে দিয়ে দুই শত টাকা দেবেন না বলে জানালে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে স্থানীয়রা (৭ নভেম্বর) সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে বসে সালিসি বৈঠকের মাধ্যমে শাহজাহানকে পাঁচশত টাকা দেবার নির্দেশ দিলে শাহজাহান সেই টাকা আইচ উদ্দিনকে দিয়ে দেন। মঙ্গলবার ভোরে শাহজাহান নামাজ পড়ে ফেরার সময় আইচ উদ্দিন, তার স্ত্রী ও দুই ছেলে ইমন এবং নয়ন তাকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
গুরুতর আহত শাহজাহানকে তার স্বজনরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান শাহজাহান (৬৫)। এঘটনার পর থেকে আইচ উদ্দিনের পরিবারের সকলে গা ঢাকা দিয়েছেন।
নিহত শাজাহানের ছেলে সজিব জানান, বালুর দুইশত টাকা নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিসি বৈঠকে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে সকালে আইচ উদ্দিনের পরিবারের সকলে মিলে তার বাবার ওপর হা ম লা চালিয়ে মারাত্মক আহত করে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মহসিন হোসাইন জানান, সামান্য ২০০ টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হ ত্যা করেছে আইচ উদ্দিন, তার স্ত্রী ও দুই ছেলে। মরদেহ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024