নিজস্ব প্রতিবেদক
আপনারা আমার হৃদয়ে আছেন, চট্টগ্রামবাসীকে প্রধানমন্ত্রী
![চট্টগ্রামে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।](https://www.eyenews.news/media/imgAll/2021April/চট্টগ্রামের-জনসভায়-প্রধানমন্ত্রী-eyenews-2212041706.jpg)
চট্টগ্রামে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামের জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা আমার হৃদয়ে আছেন। আমি আপনাদের কাছ থেকেই আমার হারানো বাবা-মায়ের আদর-ভালোবাসা চাই। আপনাদের কাছেই আমি বারবার ফিরে আসব।
আজ (৪ ডিসেম্বর) চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় লাখো মানুষের সমাগমে বক্তব্য প্রধানের শেষ দিকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে চট্টগ্রামের মানুষদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, বিএনপি-জামাত জোট যেন আর এদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপি-জামাত খুনী-রাজাকারদের দল। তারা আমাকেও অনেকবার হ ত্যা র চেষ্টা করেছে। কিন্তু পারেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় উপস্থিত জনসমাগমকে দুই হাত উঁচিয়ে নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার ওয়াদা করান। উপস্থিত জনতাও তখন দুই হাত উঁচু করে সাথে থাকার ব্যাপারে সমর্থন জানান প্রধানমন্ত্রীকে।
১০ ডিসেম্বর বিএনপির খুব প্রিয় তারিখ, এজন্যই তারা ওইদিন ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাবলেন, ১০ ডিসেম্বর নাকি তারা ঢাকা অচল করে দেবে। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে এ দেশে বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু হয়েছিল। ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। পরে তাদের হত্যা করা হয়। অর্থাৎ এই দিনে বুদ্ধিজীবী হত্যার মিশন শুরু হয়। এ কারণেই এই তারিখ বিএনপির এত প্রিয়।
প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলেই জনগণ তাকে মেনে নেয়নি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। ওরা ভোট চুরি করেই ক্ষমতায় আসতে চায়। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না। গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।
বিজয়ের মাসে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি জানিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে জানান, ২৯টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বিজয়ের মাসে এগুলো চট্টগ্রামবাসীর জন্য আমার উপহার।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ২১ আগস্ট আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভি রহমানসহ আমাদের ২২জন নেতাকর্মী মারা যান। আমাকে আমার নেতকর্মীরা মানবঢাল তৈরি করে রক্ষা করেন। আমিও সেদিন মারা যেতে পারতাম। নেতকর্মীরা আমাকে বাঁচিয়েছেন।
খালেদা জিয়ারা পারে মানুষ হ ত্যা করতে মন্তব্য করে সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা মানুষ হত্যা করেছিল, এজন্যই পাকিস্তানি দোসর বিএনপি-জামায়াত মিলে মানুষ হত্যা করেছে। বাসে আগুন, লঞ্চে আগুন দিয়ে তারা মানুষ হত্যা করেছে। চারিদিকে অগ্নিসন্ত্রাস চালিয়েছে তারা, তিন হাজার মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। যাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে, তারে এভাবে মানুষ হত্যা করতে পারে? প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসেই কীভাবে মানুষ খুন করেছে আপনারা দেখেছেন। চট্টগ্রামে এমন নেতাকর্মী নেই যাদের ওপর হামলা করে নাই। তাদের হাত থেকে কেউ রেহাই পায় নাই।
তিনি বলেন, আমরা কষ্ট করে রিজার্ভ বাড়ালাম। দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসি তখন রিজার্ভ মাত্র পাঁচ বিলিয়ন ডলার। আমরা রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে নিয়ে গেছিলাম। আমরা বাংলাদেশে বিনামূল্যে টিকা দিয়েছি। রিজার্ভের টাকা মানুষকে দিয়েছি, ওষুধ কিনেছি, ভ্যাকসিন কিনেছি। দেশের মানুষকে বাঁচাতে হবে। করোনা পরীক্ষা বিনামূল্যে করিয়েছি। জনগণের কথাই আমরা ভাবি, তাদের কল্যাণেই কাজ করি।
সরকারপ্রধান বলেন, ৩৫ লাখ মানুষকে বিনা পয়সায় ঘর করে দিয়োছি, একটি মানুষও ঘরহীন থাকবে না। ওরা মানুষকে কিছু দিয়েছে? কয়েকদিন আগে সারাদেশে ১০০টি সেতু, পাবর্ত্য চট্টগ্রামে স্কুল কলেজ, রাস্তাঘাট, বাজার করে দিয়েছি। পাবর্ত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়নে আমরা কাজ করেছি।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024